অনলাইনে ট্রেনের টিকিট বুক করেন? তাহলে জেনে নিন এই নতুন নিয়ম!

ইন্টারনেটের (Internet) যুগে মানুষ আজকাল অনেক অ্যাডভান্স(Advance)! আজকাল মানুষ অনলাইনের (Online) মাধ্যমেই বেশিরভাগ ট্রেনের টিকিটের বুকিং করে থাকেন। তবে অনলাইনে বুক করলেই তো শুধু হয়না, রেলের নিয়ম মাঝে মাঝেই বদলায় আর বেশিরভাগ ক্ষেত্রেই তা অনলাইনের ক্ষেত্রেই। তাই রেলের এই নয়া নিয়ম জেনে নিন।
বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যাত্রীদের জন্য অনলাইন টিকিট বুকিং (Online Ticket Booking) ব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য IRCTC একটি খুব সহজ প্রক্রিয়া চালু করেছে। যাত্রীরা তাদের আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্টে লগ ইন (Account Login) করে আইডি এবং পাসওয়ার্ড (ID and Password) ব্যবহার করে সমস্ত রেলওয়ে সুবিধাগুলি গ্রহণ করেতে পারে। টিকিট বুকিং থেকে শুরু করে দূরপাল্লার যেকোনঅ টিকিটের অগ্রিম বুকিং এর মাধ্যমে সম্ভব।


কিন্তু তাও প্রতারণার (Fraud) বিভিন্ন খবর সামনে এসেছে। আর এই প্রতারণা বেশি দেখা গিয়েছে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে। এই কারসাজি বন্ধ করতে রেলওয়ে নতুন ব্যবস্থা চালু করেছে। এখন যদি কোনও যাত্রী অনলাইনে টিকিট বুক করতে চান, তাহলে তাকে আইআরসিটিসি ওয়েবসাইটে (IRCTC Website) যেতে হবে এবং শুধুমাত্র ব্যবহারকারীর আইডি এবং পাসওয়ার্ড (ID and Password) লিখলেই হবে না, বুকিং-এর ক্ষেত্রে যাত্রীকে তার পুরো নাম অর্থাৎ পদবি সহ নাম লিখতে হবে। অনলাইন বুকিংয়ের (Online Booking) সময় মাত্র ৪০ সেকেন্ড থাকবে ক্যাপচা (Captcha)। এর মধ্যে সবাইকে বুকিং শেষ করতে হবে।


পাশাপাশি ওই যাত্রী যখন যাত্রা করবেন সেই সময় তাঁকে নিজের সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। যেসব যাত্রীর আধার নম্বরের সঙ্গে তাঁদের ফোন নম্বর যুক্ত করা নেই তাঁরা মাসে ১২ টি টিকিট কাটতে পারবেন। যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত করা আছে তাঁরা মাসে ২৪টি টিকিট কাটতে পারবেন। রেলকর্তারা সতর্ক করে জানিয়েছেন যেন কেউ দালালের মাধ্যমে টিকিট কাটার চেষ্টা না করেন কারণ তাঁরা বিভিন্ন ভুয়ো মাধ্যম ব্যবহার করে টিকিট কাটেন। ভারতীয় রেল বিভিন্ন নতুন পদ্ধতি নিয়ে এসেছে ভুয়ো টিকিট কাটা আটকানোর জন্য!


এখন শুধু এই নতুন নিয়ম কতটা কার্যকরী হয় আর প্রতারকদের হাত থেকে মুক্তি আদৌ মেলে কিনা সেটা সময় বলবে। সেটাই এখন দেখার।

Scroll to Top