Reserve Bank এর নতুন সিদ্ধান্ত! সমস্যায় দেশবাসী!

বাজেট পেশ হবার পরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এসেছে অনেক নিয়ম। বদলেছে অনেক নিয়ম। স্বাভাবিকভাবেই RBI অথবা Reserve Bank of India এর ও নতুন নিয়ম সংযোজন হয়েছে। কি সেই নিয়ম তা আমরা আজ এই প্রতিবেদনের মাধ্যমে বিশদে জানাবো। দেশবাসীকে একেবারে অবাক করে দিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা Reserve Bank of India (RBI) এর তরফে নতুন রেপো রেট (Repo Rate) ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকের তরফে মোট ৫ বার রেপো রেট বাড়ানো হয়েছে এবং এবার বছরের একেবারে শুরুতেই ফের RBI রেপো রেট বাড়িয়ে দিল। রেপো রেট বৃদ্ধির অর্থ সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে যে সমস্ত লোন বা ঋণ নিয়েছেন, তার উপরে ইএমআই (EMI) এ আরো বেশি টাকা খরচ করতে হবে। চড়া সুদে লোন নিতে হবে সাধারণ গ্রাহকদের। একের পর এক RBI এর তরফে রেপো রেট বৃদ্ধির এই পদক্ষেপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় বলে জানানো হয়েছে। বিগত ৯ মাসে ২.৫০ শতাংশ রেপো রেট বেড়েছে। দেশের বিভিন্ন অর্থনীতিবিদরা বেশ কিছুদিন আগে থেকেই এরকম একটা পরিস্থিতি হবে আশঙ্কা করেছিলেন। যদিও স্টেট ব্যাংকের বিভিন্ন অর্থনৈতিক উপদেষ্টা অবশ্য সেই সময় ভিন্নমত পোষণ করেছেন। আর্থিক পরিস্থিতি নিয়ে এরকম আলোচনা চলার মধ্যে অদ্ভুতভাবেই ভারতের জাতীয় ব্যাঙ্ক অর্থাৎ Reserve Bank of India ফের নতুন রেপ রেপো রেট ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাংক সুদের হার আরো ০.২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে।

রেপো রেট এর আগে ছিল ৬.২৫ শতাংশ; ফলে এবার ২৫ পয়েন্ট বাড়ানোয় সেটাই বেড়ে গিয়ে ৬.৫০ শতাংশে পৌঁছেছে। বুধবার তিনদিন ধরে চলা মুদ্রা পর্যালোচনা নীতির বৈঠক শেষ হয়েছে। সেখানেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) এই সিদ্ধান্ত নিয়েছে।


২০২২ সালে ৫ বার রেপো রেট Repo Rate বাড়ানো হয়েছে। বছরের শুরুতে ফের একবার রেপো রেট বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (Saktikanta Das) বলেছেন, বর্তমানে আর্থিক নীতি তৈরি করা একটা নতুন আর গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিগত তিন বছরে কোভিড সহ নানান জটিল ঘটনার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয় Reserve Bank (RBI) এর তরফে। যার হলে হোম লোন(Home Lone), বিজনেস লোন(Business Lone), গাড়ী বাড়ি কেনার ক্ষেত্রে বাড়তি মাসুল গুনতে হবে। যদিও ব্যাংকে সেভিং এর সুদের হার ও বাড়তে পারে। তবে EMI এর খরচ বাড়লে সমস্যায় পড়বে সাধারন মানুষ। ফলে সংসদে বাজেট পেশ হওয়ার দিন কয়েক পরেই আরবিআই এর রেপো রেট বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকেরা যে সমস্ত লোন বা ঋণ নিয়েছেন তার ইএমআই যথেষ্ট চড়া হতে চলেছে। যার ফলে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হবেন সাধারণ গ্রাহকরা!

Scroll to Top