বর্তমানে ১০ হাজার টাকার কমে কোন কোন মোবাইল আছে? রইল পাঁচটি মোবাইলের তালিকা।

এখনকার দিনে প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। দৈনন্দিন বিভিন্ন কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় স্মার্টফোনের। মোবাইল ছাড়া দুনিয়া এখন এক প্রকার অচল বলা চলে।

অনেকেই আছেন যাদের বাজেট কম কিন্তু ভালো মডেলের স্মার্টফোনের খোঁজ করে থাকেন। আজকের এই প্রতিবেদনে এমনই পাঁচটি মোবাইলের ব্যাপারে জানাবো যেগুলি আপনারা ১০০০০ টাকার কমেই কিনতে পারবেন। তাছাড়া যেগুলির মধ্যে ফিচার রয়েছে অসাধারণ।Poco M5, Realme C53, Poco M3, Redmi 12C এবং Moto G13 থাকছে এই পাঁচটি মোবাইলের তালিকায়। চলুন জেনে নেওয়া যাক এই মোবাইল
গুলোর বিশেষত্ব।

Realme C53:

এতে আছে ৬.৭৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে।১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এটি ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এতে আছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ৫০০০ মেগা এম্পিয়ারের ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।

Poco M3:

৬.৫৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ১০৮০×২৩৪০ পিক্সেল রেজোলিউশন থাকছে এই ফোনে। অক্টাকোর কোয়ালকম এসএম৬১১৫ স্ন্যাপড্রাগন ৬৬২ (১১এনএম) প্রসেসর আছে এতে। এতে থাকছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৬০০০ মেগা এম্পিয়ার ব্যাটারী এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।

Redmi 12C:

৬.৭১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, রেজোলিউশন ৭২০x ১৬৫০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পাঁচ হাজার মেগা অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 10 ওয়াটের ফার্স্ট চার্জিং। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৭,৭৯৯ টাকায়।

Moto G13:

৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকছে এই মোবাইলে। ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এম্পিয়ার ব্যাটারী এবং ২০ ওয়াট চার্জিং থাকছে এই মোবাইলে। অনলাইনে এই ফোনটি ৯৯৯৯ টাকায় পাওয়া যাবে।

Poco M5:

৬.৫৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ১০৮০x২৪০৮ পিক্সেল রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট থাকছে এই মোবাইলটিতে। এতে থাকছে পাঁচ হাজার মেগা এম্পিয়ারের ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জার। এতে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অনলাইনে ১০৫০০ টাকায় পাওয়া যাবে এই মোবাইলটি।

Scroll to Top