Neeraj Chopra : সারা বিশ্বে ভারতের নাম আরও একবার উজ্জ্বল করলো সোনার ছেলে নীরজ চোপড়া।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো-তে সোনা জয় করলেন নীরজ চোপড়া। নতুন ইতিহাস সৃষ্টি করলেন তিনি। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক জয়ী হলেন অভিনব বিন্দ্রা এবং এই বিভাগে দ্বিতীয় জয়ী খেলোয়াড় হলেন নীরজ চোপড়া।

এদিন নীরজ প্রথম চেষ্টায় ফাউল করলেও এর পর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার পার করেন। জার্মান তারকা জুলিয়ান ওয়েবার ৮৫.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ প্রচেষ্টায় ৮৭.১৫ মিটার ছোড়েন আরশাদ।

চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। দ্বিতীয় হলেন পাকিস্তানের আরশাদ। পাকিস্তানের তারকা আরশাদ নাদিম তৃতীয় প্রচেষ্টায় ৮৭.৮২ মিটার পার করেছিলেন।

তিনি নীরজের পরেই ছিলেন সেই সময়। শেষও করলেন নীরজের পরে। তবে অলিম্পিকের মতো এবারও অপ্রতিরোধ্য নীরজ! আরও একবার দেশকে সোনায় মুড়ে গর্বিত করলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।

Scroll to Top