‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি..’ চলতি হাওয়ার পন্থী মা-বাবার বিবাহবার্ষিকী পালনে দিতিপ্রিয়া

‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি.. আমরা দুজন চলতি হাওয়ার পন্থী…’ বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ প্রদত্ত এই উক্তিগুলি সহজেই কোনও সম্পর্ককে কেন্দ্র করে বলা যায়। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) মা বাবার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। গত ২৪ ফেব্রুয়ারি দিতিপ্রিয়ার মা এবং বাবার ২৪ বছরের বিবাহবার্ষিকী ছিল। তারই কিছু ঝলক সামাজিক মাধ্যমে (Social Media) প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁদের মুহূর্ত উদযাপন দেখে অনুগামীরাও তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শিশু শিল্পী হিসেবেই আত্মপ্রকাশ ঘটে ছোট্ট দিতিপ্রিয়ার। স্টার জলসার ‘দুর্গা’ ধারাবাহিকে একরত্তি দিতিপ্রিয়ার অভিনয় মন জিতে নেয় আপামর বাঙালি দর্শকের। এরপর ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’ এর মত বিভিন্ন ধারাবাহিকে দিতিপ্রিয়া তাঁর জাত চিনিয়ে দেন। নজরে পড়েন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। ২০১৫ সালে ‘রাজকাহিনী’ ছবিতে একটি গুরত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেন নায়িকা। বলা বাহুল্য, এই ছবিই ছিল তাঁর সাফল্যের দিক নির্ণয়ক। ২০১৭ এ দিতিপ্রিয়ার ডাক আসে, ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করার জন্য। তারপরের গল্প সকলের জানা। বছর পনেরো ষোলোর দিতিপ্রিয়া, রাতারাতি হয়ে ওঠেন সকলের প্রিয় ‘রাণী মা’। তাঁর জনপ্রিয়তার পারদ সর্বোচ্চ অবস্থান করতে থাকে। তাই, দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে বাবা মাকে নিয়ে পোস্ট করা মুহূর্তে ছেয়ে গেছে অনুগামীদের শুভেচ্ছার বন্যা।

ছবিগুলিতে দেখা যাচ্ছে, বাবা মার সঙ্গে হাসি মুখে কেক নিয়ে পোজ দিয়েছেন আমাদের ‘রাণী মা’। কোথাও আবার আত্মীয় স্বজন এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খোশ মেজাজে আড্ডায় মগ্ন। কোথাও বা বন্ধুদের গাওয়া গান, আপ্লুত হয়ে শুনছেন দিতিপ্রিয়া। তাঁদের এই আনন্দ আয়োজনের মুহূর্ত নেটিজেনদের মনেও খুশির আবহ সৃষ্টি করেছে। এই মুহূর্তে হইচই অরিজিনালস এর ওয়েব সিরিজ, ‘ডাকঘর’ এ দিতিপ্রিয়ার দেখা মিলছে। তাঁর বিপরীতে রয়েছেন ‘একেন বাবু’, ‘ইন্দু’ খ্যাত সূহত্র মুখার্জী (Suhotra Mukherjee)। ইতিমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই সিরিজটি।

Scroll to Top