প্রতি রিচার্জে পাবেন ২৫% ক্যাশব্যাক, Airtel আনলো গ্রাহকদের জন্য বিশেষ কার্ড।

Airtel কর্তৃক বিভিন্ন পরিষেবা ব্যবহার করার জন্য বছরে বেশ অনেকটা টাকা খরচা করা হয় থাকে।এই কার্ড ব্যবহার করলে বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই কার্ডটিকে কাজে লাগালে এয়ারপোর্ট লাউঞ্জে বিনামূল্যে অ্যাক্সেস থেকে শুরু করে Zomato, Swiggy সহ আরও অনেক সার্ভিসে বেশ খানিকটা ছাড় পেতে সক্ষম হবেন ইউজাররা।

কার্ডটি মোটেই ব্যয়বহুল নয়।কার্ডটি হাতে পেতে হলে ইউজারদেরকে প্রাথমিকভাবে ৫০০ টাকা খরচ করতে হবে, তবে কার্ডটি ইস্যু করার প্রথম ৩০ দিনের মধ্যে এই কার্ড মারফত লেনদেন করলেই ৫০০ টাকার অ্যামাজন ই-ভাউচার (Amazon eVoucher) পেয়ে যাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, কার্ডটি ইউজাররা একেবারেই নিখরচায় পেতে সক্ষম হবেন।

Airtel Axis Bank Credit Card-এর সাহায্যে আপনি কত টাকা ক্যাশব্যাক পাবেন?

অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা তাদের ব্যয় এর ওপর সর্বোচ্চ ২৫% ক্যাশব্যাক পাবেন। তবে, এই পরিমাণটি বার্ষিক ৩,৬০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ, বছরে ১৪,৪০০ টাকা খরচ করলে ইউজাররা সর্বাধিক ৩,৬০০ টাকা ফেরত পাবেন। সংস্থাটি কর্তৃক প্রদত্ত নন-টেলিকম সার্ভিস ব্যবহারের ক্ষেত্রেও এই ক্যাশব্যাক পাওয়া যাবে।জোম্যাটো, সুইগি-র মতো অ্যাপ ব্যবহার করলে সেক্ষেত্রে ১০% ক্যাশব্যাক মিলবে।

ইস্যু করার পর প্রথম বছর কেটে গেলে দ্বিতীয় বছর থেকে গ্রাহকদেরকে এই কার্ডের জন্য বার্ষিক চার্জ হিসেবে ৫০০ টাকা দিতে হবে। তবে ইউজাররা যদি এক বছরে উক্ত কার্ডটির মারফত ২,০০,০০০ টাকার বেশি ব্যয় করেন,তবে এই চার্জটি মুকুব করা হবে। যেহেতু এটি একটি ক্রেডিট কার্ড, তাই কার্ডটি পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে এবং ভারতে অফিসিয়াল রেসিডেন্সি থাকতে হবে।

ব্যাংক কর্তৃক নির্ধারিত যাবতীয় অফিসিয়াল কাগজপত্র থাকাও একান্ত আবশ্যক।

Scroll to Top