আকাশের তারাকে আকাশেই মানায়! মাটি থেকে তাঁকে ছুঁতে চাওয়ার আশা কি ব্যর্থই হয়? উত্তর দেবে ‘বালিঝড়’

টেলি জগতের আধার তথা অন্যতম কান্ডারী, লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর লেখনী সঞ্চালনে প্রতিনিয়ত বাঙালি দর্শক হয়ে ওঠেন নিত্য নতুন গল্পের সাক্ষী। পারিবারিক বিবাদ বিরোধ যেমন থাকে, তেমন থাকে যৌথ পরিবারের হেসে খেলে ওঠা দিনের পরশ। দর্শক মিশে যান সেই সকল খোস মেজাজী আবহের সঙ্গে। জড়িয়ে পড়েন ছোট পর্দার ওপারে থাকা প্রত্যেক চরিত্রের সঙ্গে। চলতি বছরেই শেষ হওয়া ‘খড়কুটো’ ধারাবাহিকটিও দর্শকের বড় অন্তরের, কাছের হয়ে ওঠে। দুই বিপরীত মেরুতে অবস্থান করা চরিত্র, গুনগুন এবং সৌজন্য, তাঁদের মধ্যকার রসায়নই হয়ে ওঠে দর্শকের নিত্যদিনের রসদ। তাঁদের বিরোধ, মান অভিমান, প্রেমকে কেন্দ্র করে মজে ওঠেন ‘সৌগুন’ ভক্তরা। গুনগুন এবং সৌজন্যের চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় টলি অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা কৌশিক রায়। এই ধারাবাহিক শেষ হওয়ার পর ভক্তদের অসন্তোষের শেষ ছিল না। আবেদন করেছিলেন লেখিকার কাছে। লেখিকা কথা রাখলেন। পুনরায় তিনি ছোট পর্দায় নিয়ে আসতে চলেছেন কৌশিক রায় এবং তৃণা সাহার জুটিকে। তাঁর হাত ধরে পুনরায় পর্দায় দর্শকদের মনে জায়গা করে নিতে আসছেন ‘সৌগুন’ জুটি। কিন্তু এখানেই শেষ নয়। এবারে পর্দায় শুধু একা তাঁদের রসায়নের অংশীদারই হবেন না দর্শক মহল।এবারে তাঁদের সঙ্গে থাকবে এই চমক। এই গল্পে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। সম্প্রতি তাঁর অভিনীত ধারাবাহিক ‘ধুলোকণা’র শেষ সম্প্রচার সম্প্রচারিত হল। তাঁদের তিনজনের সম্পর্কই হয়ে উঠেছে আসন্ন ধারাবাহিক ‘বালিঝড়’ এর প্রধান উপজীব্য।

সম্প্রতি স্টার জলসা চ্যানেল থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রোমো। বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভারত কৌল এই ধারাবাহিকে এক বিশিষ্ট, প্রভাবশালী জননেতা সমুদ্র সেন। তাঁর গুণমুগ্ধ ভক্তদের দ্বারা বিপুল ভোটে, তিনি জয় লাভ করেছেন। ভবিষ্যতের জন্য তাঁর এই রাজনৈতিক রাজ্যপাট, তিনি তুলে দিতে চান তাঁর কন্যা ঝোড়ার হাতে। এই চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। ঝোড়া ছাড়াও রয়েছেন তাঁর ওপর এক বিশ্বস্ত সম্বল, মহার্ঘ্য ব্যানার্জী। তাঁর এই রাজনীতির দীর্ঘ সফরে যোগ দিয়েছেন, তাঁর সেই স্নেহভাজনও। সমুদ্র সেন জনসম্মুখে তাঁর কন্যা ঝোড়ার সঙ্গে, এই স্নেহভাজন যুবকের বিবাহের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ঝোড়ার পানিপ্রার্থী এই যুবকের চরিত্রে রয়েছেন কৌশিক রায়।

অন্য দিকে স্রোত হলেন, ঝোড়ার প্রেমিক। তিনি আর্থিক ভাবে স্বচ্ছল নন, এবং বলা বাহুল্য প্রভাবশালী পরিবারের মেয়ে ঝোড়ার সমতুল্য নন। সেই কারণে ঝোড়া তাঁর কাছে, ‘আকাশের তারা’। তাই, আকাশের তারাকে, মাটি থেকে উপভোগ করাই মনে হয়েছে তাঁর শ্রেয়! কিন্তু ঝোড়াও স্রোতের সঙ্গে ভেসে যেতে চান। তাই তিনিও রাজি হননি বাবার প্রস্তাবে। স্রোতকে কথা দেন, স্রোতই হবেন তাঁর ভবিষ্যত।

কি হবে এই তিন চরিত্রের পরিণতি, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। কোন ধারাবাহিকের পরিবর্তে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি। কিন্তু ইতিমধ্যে এই প্রোমো জয় করে নিয়েছে গুনগুন সৌজন্যের অনুরাগীদের মন। এমনকি প্রোমোয় দেখানো সংলাপও মন কেড়েছে দর্শকের। এখন কেবল সময়ের অপেক্ষা। জনতা মুখিয়ে আছেন এই ত্রিকোণ প্রেমের যোগ্য পরিণতি দেখবার আশায়।

Scroll to Top