Google Chrome: গুগল ক্রোমে সেটিংস এ গিয়ে করুন এই দুটি কাজ – সুরক্ষিত থাকা যাবে ভাইরাস থেকে, সার্চ ও হবে সহজেই।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হল গুগল ক্রোম (Google chrome)। এটি এমন একটি ব্রাউজার যা অর্ধেকেরও বেশি মানুষ ব্যবহার করে থাকেন কারণ এর ইন্টারফেস অন্যান্য ব্রাউজারের তুলনায় সহজ। এছাড়াও গুগল ক্রোমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার্স। তবে এমন অনেক ইউজার রয়েছে যাদের google ক্রোমের বিভিন্ন ফিচারস গুলি সম্পর্কে ধারণা নেই। আসুন এক নজরে জেনে নেওয়া যাক গুগল ক্রোমের এমনই দুই উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে যা ইউজারদের সুবিধার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সাধারণত গুগল ক্রোম ইউজাররা শুধু ব্রাউজার পেজটি ওপেন করেন, এরপর তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সার্চ করেন এবং কাজ শেষ হয়ে গেলে তা বন্ধ করে দেন। কিন্তু, গুগল ক্রোমের ইউজারদের জেনে রাখা উচিত যে এটিতে এমন কিছু সেটিংস বর্তমান রয়েছে, যা ইউজারদের সার্চের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

১) এই সেটিংস টি অ্যাড ব্লক করতে সাহায্য করে- ইউজারদের গুগল ক্রোমে লগইন করতে হবে, তারপরে ডান পাশে থাকা ৩টি ডট(three dot) বাটনে ক্লিক করে সেটিংস অপশনে যেতে হবে।এরপর একটু নিচে স্ক্রল করলে সার্চ ইঞ্জিনের অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউজারদের সামনে অনেকগুলো অপশন আসবে, যার মধ্যে থেকে DuckDuckGo সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করলে, ইউজাররা যে বিজ্ঞাপনগুলি দেখেন,তা আর দেখা যাবে না। এর ফলে ইউজারদের সার্চের হিস্টরিও সেভ করা হবে না।

২) এই সেটিং ভাইরাস থেকে বাঁচাতে সাহায্য করে- এইজন্য ইউজারদের সবার প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। এরপর Privacy & Security অপশনে ক্লিক করতে হবে।
এরপর কিছুটা নিচে স্ক্রল করতে হবে এবং Always use secure connections-এ থাকা টগলটি চালু করলে ইউজারদের ডিভাইসে ভাইরাসের ঝুঁকি কমে যাবে। কারণ এই সেটিংসের কারণে ইউজারদের ডিভাইসে কোনও বিপজ্জনক সাইট(site) খুলবে না।

Scroll to Top