অনলাইনে PAN কার্ডের ডিটেইলস চেক করবেন কিভাবে?

PAN মানে হলো Permanent Account Number এবং এই নম্বরটি ১০ সংখ্যার Alphanumeric Number, যা প্রত্যেক প্যান কার্ড হোল্ডারের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে বরাদ্দ করা হয়। আয়কর জমা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, নির্দিষ্ট সীমার উপর সম্পত্তি ক্রয় বা বিক্রয় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয়।

সম্প্রতি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করেছে ভারত সরকার। এই সময় জেনে নিন আপনার প্যান কার্ডের বিশদ বিবরণ। কোনোরকম ভুল আছে কিনা তাও দেখে নিন। এই কাজ খুব সহজেই বাড়িতে বসেই অনলাইনে করা যায়। কী সেই পদ্ধতি? আসুন বিস্তারিত জানা যাক।

১) প্রথমে আপনাকে আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
২) এবার Register Yourself অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং দিতে হবে প্যান নম্বর।
৩) এরপর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে।
৪) এরপর আপনার ই-মেলে একটি লিঙ্ক আসবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে এই লিঙ্কে ক্লিক করুন।
৫) এবার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে

https://incometaxindiaefilling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.html এ যেতে হবে।


৬) ওয়েবসাইটটিতে গিয়ে ‘My Account’ -এ ক্লিক করুন।
৭) এরপরে প্রোফাইল সেটিংসে গিয়ে ক্লিক করতে হবে প্যান ডিটেলস-এ।
৮) সবশেষে দেখবেন প্যান হোল্ডারের তথ্য আসবে অর্থাৎ নাম, এলাকার কোড, ঠিকানাসহ সমস্ত তথ্য স্ক্রিনে ফুটে উঠবে।

এছাড়াও আরো একটি পদ্ধতি আছে। সেটিও বলবো।

১) প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে।
২) ওয়েবসাইটে গিয়ে এবার ক্লিক করতে হবে ‘কুইক লিঙ্ক’ অপশনে।
৩) এবার ‘Know Your PAN’ অপশনে ক্লিক করুন।
৪) এবারে নিজের পুরো নাম, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি লিখতে হবে।
৫) দেখবেন এবার একটি OTP আসবে আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা নম্বরে।
৬) OTP Input করুন।
৭) এবার ‘Validate’ অপশনে ক্লিক করতে হবে।
৮) এবার দেখবেন একটি অপশনে বাবার নাম লিখতে হবে
৯) এবার submit করুন।

ব্যস এরপরে সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে। এই দুই পদ্ধতিতে বাড়িতে বসে অনলাইনেই নিজের প্যান কার্ডের সমস্ত তথ্য জানুন ও ভুলভ্রান্তি থাকলে ঠিক করে নিন।

Scroll to Top