দোকানের ঘড়িতে সবসময় ১০:১০ বেজে দেখায় কেন? আসল কারণ জানেন?

ছোটবেলা থেকে এখনো অব্দি, আপনি যখনই কোন ঘড়ির দোকানে যাবেন তখনই দেখবেন দেওয়ালে লাগিয়ে থাকা ঘড়িগুলোতে দশটা দশ (১০:১০) বাজে।

সারাদিনে অনেক রকম সময় থাকলেও বেশিরভাগ ঘড়িতেই দশটা দশ বেজে অবস্থাটি সেট করা থাকে, এবং সেই অবস্থাতেই ঘড়ি বিক্রি করা হয়ে থাকে। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে, ঘড়ির কাটার এমন বিন্যাস কেন করা হয় ঘড়ির দোকানে? জেনে নিন সেই কারণগুলো।

ছোটবেলায় যখন আমরা এই প্রশ্ন বড়দের করতাম তখন বড়রা আমাদের উত্তর দিতে যে, এই সময়ে ঘড়ি আবিষ্কার হয়েছিল। সেই জন্য এই সময়টিকে মনে রাখার জন্য প্রত্যেকটি ঘড়িতে দশটা দশ বেজে অবস্থায় সেট করা হয় এবং সেইভাবে ঘড়িগুলো বিক্রি করা হয়।

ঘড়ির কাঁটা যখন ১০:১০ থাকে তখন কাঁটাটি ‘V’ চিহ্ন তৈরি করে V চিহ্ন টি জয়ের প্রতীক হিসেবে দেখায়। ঘড়িটি দেখে মনে হয় হাসছে। তবে এই কারণটির কোন প্রকৃত প্রমাণ বা ব্যাখ্যা নেই।

অনেক বলেন যে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যখন গুলিবিদ্ধ হন, তখন তার পকেটের ঘড়িতে দশটা দশ মিনিট দেখাচ্ছিল। তারপর থেকে তাকে সম্মান জানানোর জন্য পৃথিবীর প্রত্যেকটি ঘড়িতেই ওই সময়টি সেট করে বিক্রি করা হয়।

অনেকে মনে করেন যে ১০:১০ সময়ে হিরোশিমায় পারমানবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল মৃত ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানানোর জন্যই ঘড়িতে ১০:১০ সেট করে রাখা হয়।

আবার অনেকে মনে করেন যে ঘড়ি প্রস্তুতকারকেরাই এই সময়টি বেছে নিয়েছেন। কারন ঘড়িতে যখন দশটা বেজে দশ মিনিট সময় দেখায় ,তখন ঘড়ির নিচে বেশ অনেকটা জায়গা ফাঁকা থাকে। এই জায়গায় প্রস্তুতকারক কোম্পানির নাম এবং অন্যান্য ডিটেলস লিখে রাখা সম্ভব হয়, যেগুলির সহযোগী গ্রাহকদের চোখে পড়ে।

Scroll to Top