ChatGPT- টেক্কা দিতে AI বার্ড আনল গুগল!

সম্প্রতি ইন্টারনেট জুড়ে ChatGPT নিয়ে প্রচুর পোস্ট দেখা যাচ্ছে। বহু মানুষ ChatGPT এর প্রতি আগ্রহী হচ্ছেন এবং অনেকে বলছেন গুগল হেরে যাবে CHATGPT এর কাছে। সম্প্রতি গুগল নতুন একটি এই সম্পন্ন CHATBOT আনতে যাচ্ছে। বার্ড নামের এই চ্যাটবটটি হবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী। গুগল এর পক্ষ থেকে জানানো হয় যে, আগামী সপ্তাহে এটি উন্মোচনের আগে বিশ্বস্ত কয়েকজন পরীক্ষকের একটি দল এর ওপর পরীক্ষা-নীরিক্ষা চালাবে।

বছর ডিসেম্বর মাসে OpenAI, ChatGPT লঞ্চ করে।ChatGPT কে যেকোনো প্রশ্ন করলে তার নির্ভুল উত্তর দিচ্ছে সে। বীজগণিতের অংক, প্রবন্ধ ,আর্টিকেল রাইটিং, ইত্যাদি কাজ নিমেষের মধ্যে সমাধান করছে ChatGPT।ChatGPT এর মাধ্যেমে কয়েক সেকেন্ডের মধ্যে লিখে নিতে পারবেন কবিতা, গানের লিরিক্স আরো অনেক কিছু।

মানুষ আশঙ্কা করছেন মানুষজন আগামী দিনে গুগলের বদলে CHATGPT AI এর মাধ্যমে সার্চ করা শুরু হয়ে যেতে পারে। আগামী দিনে বহু চাকরি নষ্ট করে দেবে ChatGPT এমনটাই ধারণা করা হচ্ছে।

BBC জানায়, বার্ড তৈরি করা হয়েছে গুগলের বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল LAMDA থেকে। গুগলের একজন বিশেষজ্ঞ এটাকে অনেকটা মানুষের মতোই সংবেদনশীল বলে মন্তব্য করেছেনন। এছাড়া গুগল সার্চ ইঞ্জিনে নতুন একটি AI Tool আনার ঘোষণাও দিয়েছে গুগল।

BBC জানায়, এই চ্যাটবট ডিজাইন করা হয়েছে তথ্য খোঁজা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে ইন্টারনেটের এই বিশাল জগৎ থেকে তথ্য প্রক্রিয়া করার সময় ভুল, সংবেদনশীল বা বিপজ্জনক তথ্যও বের করে দিতে পারে এই বার্ড।

গুগলের CEO সুন্দর পিচাই একটি ব্লগে লিখেছেন, ‘আপাতত কয়েকজন বিশ্বস্ত পরীক্ষকের জন্য এই পরিষেবা চালু করা হবে। আসন্ন কয়েক সপ্তাহে সেটি সকলের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হবে।’ 

ChatGpt যেকোনও প্রশ্নের উত্তর টেক্সট ফর্মে দিয়ে থাকে। এই উত্তরগুলো সে দেয় ইন্টারনেটে থাকা ২০২১ সাল পর্যন্ত তথ্যের ওপর ভিত্তি করে।নতুন ডাটাবেস তার কাছে নেই।বক্তৃতা, গান, সংবাদ ও ছাত্রদের রচনা, মার্কেটিং কপি ইত্যাদি লিখতে পারে CHATGpt,

আপাতত CHATGPT সাধারণের জন্য বিনামূল্যে ছাড়া হয়েছে। তবে প্রতিদিন ১ লক্ষ ডলার পর্যন্ত খরচ হচ্ছে এই সংস্থার। সেক্ষেত্রে আগামী দিনে ব্যবহারকারীদের টাকা দিতে এই পরিষেবা নিতে হবে ধারণা করা হচ্ছে।

Scroll to Top