সাল ২০১৪, একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টেলি দুনিয়ার দুই অন্যতম প্রধান স্তম্ভ, তথাগত মুখার্জী (Tathagata Mukherjee) এবং দেবলীনা দত্ত (Debleena Dutt)। নতুন জীবন, নতুন যাপন, সঙ্গে সন্তানসম কিছু পোষ্যকে নিয়ে বেশ ভালই কাটছিল দুইয়ের সংসার। একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করা থেকে, নিজেদের পরিচালনায় ছবির কাজ, ভালো থাকা নিয়েই এগোচ্ছিল জীবন। কিন্তু, হঠাৎ ছন্দ পতন! তাসের ঘরের মত ভেঙে পড়ল তথাগত এবং দেবলীনার বৈবাহিক জীবন। কানাঘুষো শোনা যায়, তাঁদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তৃতীয় ব্যক্তি।

সম্প্রতি টলি দুনিয়ার অন্যতম প্রধান ভিত, লীনা গঙ্গোপাধ্যায় নারীদের সুরক্ষার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করেন। প্রসঙ্গত তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন। তাই তাঁর উদ্যোগে নেওয়া এই অনুষ্ঠানে তারকা সমাহার ছিল বেশ ভালো রকমই। উপস্থিত ছিলেন তথাগত মুখার্জী এবং দেবলীনা দত্ত। সাংবাদিকরা তাঁদের ঘিরে নানারকম প্রশ্ন করতে থাকেন। এমনকি উঠে আসে তাঁদের বিচ্ছেদের প্রসঙ্গও। লীনা গঙ্গোপাধ্যায়কে মাঝে রেখে, বেশ হাসি মুখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এই প্রাক্তন দম্পতি।

তথাগত জানান, তাঁর এবং দেবলীনার মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। এক ছাদের তলায় থেকেই যে সব ঠিক থাকবে, এমন নাও হতে পারে। বরং সব ঠিক থাকার জন্য আলাদা ভাবে, বন্ধু হিসেবেও থাকা যায়। অপরদিকে দেবলীনা জানান, তথাগতর সঙ্গে কাটানো ‘ভালো সময়’ এর রেশ এখনও তিনি যাপন করে নিয়ে এগোন। কখনও মনে হয় না, সেই ভালো সময়, আপেক্ষিক! দেবলীনার কথায় স্বয়ং লীনা গঙ্গোপাধ্যায় জানান, কোথাও ঘুরতে গেলে ব্যাক্তিগতভাবে দেবলীনা তাঁকে জানান, যে মানসিকভাবে তথাগতর উপস্থিতি তিনি সর্বদা অনুভব করেন। দেবলীনা এবং তথাগত লেখিকার বিশেষ ঘনিষ্ঠ হওয়ায়, তাঁদের এই বিচ্ছেদ তিনি মানতে পারেন না। তবুও তিনি চান, আলাদা থেকে বা একসঙ্গে থেকে, অথবা বন্ধুত্বে থেকেও যেন এই দম্পতি দিনের শেষে ভালো থাকেন। লেখিকা এই দম্পতির উদ্যেশ্যে সাংবাদিকদের বলে ওঠেন, ‘মেলাবেন তিনি মেলাবেন..’
