দরকার নেই ইন্টারনেটের, অফলাইনেই ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ। আগে জানতেন?

গুগলের বিভিন্ন অ্যাপগুলির মধ্যে google map অন্যতম। কোথাও ঘুরতে যেতে হলে, রাস্তায় কতটা ভিড় আছে দেখার জন্য বা কোন জায়গা খুঁজে বের করার জন্য আমরা সচরাচর গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকি।

গুগল ম্যাপ ব্যবহার করতে সাধারণত ইন্টারনেটের প্রয়োজন হয়। গুগল ম্যাপের মাধ্যমে আমরা আমাদের আশেপাশের ঘোরার জায়গা, সিনেমা হল, হোটেল ,রাস্তাঘাট ,বাড়িঘর ইত্যাদি অনেক কিছু সম্পর্কে জানতে পারি। তবে আপনারা জানতেন কি অনলাইনে না থেকেও আপনারা অফলাইনের মাধ্যমে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন?

ধরুন আপনি এমন একটি জায়গায় যাচ্ছেন যেখানে ইন্টারনেট খুব একটা ভালো নেই। সেখানে গিয়ে আপনারা google ম্যাপ ব্যবহার করতে পারবেন না ।এইজন্য আপনারা আগে থেকেই এমন কয়েকটি সেটিং করে রাখতে পারেন যার জন্য নির্দিষ্ট এলাকাতে গিয়ে আপনারা খুব সহজেই ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন।

প্রথমে গুগল ম্যাপ খুলে স্ক্রীনের উপরের ডান দিকে প্রোফাইলে ট্যাপ করতে হবে।

মেনু থেকে অফলাইন মানচিত্র বিকল্পটি বেছে নিতে হবে।

select your ম্যাপ বোতাম টি তে ট্যাপ করতে হবে।
এখানে আপনি একটি নীল রঙের বাক্সতে মানচিত্র দেখতে পারবেন।

এরপর আপনি আপনার পছন্দের লোকেশন টি সিলেক্ট করতে পারবেন। দরকার হলে আপনি সার্চ করে অন্যান্য লোকেশন বের করতে পারবেন এবং এখানে জুম ইন এবং জুম আউট করার অপশন পাবেন।

স্ক্রিনের নিচে একটি ডাউনলোড বাটন থাকবে। এখানে আপনি কি আকারে ম্যাপটি ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার মেমোরিতে ম্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এক্ষেত্রে ম্যাপের সাইজ বেশ বড় হয়। তার জন্য আপনার মেমোরিতে যদি বেশ ভালোমতো জায়গা ফাঁকা থাকে, তাহলেই আপনি এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

এরপর খুব সহজেই আপনারা ইন্টারনেট ছাড়াই অফলাইনের মাধ্যমে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। প্রত্যন্ত এলাকা যেখানে ইন্টারনেটের সুবিধা নেই সেখানে আপনি এইভাবে অফলাইন ম্যাপ এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবেন।

Scroll to Top