কোন কিছু ডিলিট না করেই ফোনের স্পিড দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন, রইল একটি গোপন ট্রিক।

অ্যান্ড্রয়েড (Android) ফোনে প্রধান একটি সমস্যা হলে স্টোরেজ (Storage)। দেখা যায় যে বেশ কিছুদিন মোবাইল ব্যবহার করার পর হঠাৎই স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। স্টোরেজের সমস্যা ছাড়াও আরেকটি সমস্যা হল মোবাইলের বয়স বৃদ্ধি পাবার সাথে সাথে মোবাইলের স্পিড (Speed) কমে যায়।

মোবাইলের স্পিড বাড়ানোর জন্য অনেকে অনেক বাইরের অ্যাপ (external apps) ডাউনলোড করেন। সেই সমস্ত অ্যাপগুলি স্পিড বাড়ানোর বদলে নিজেরাই খানিকটা জায়গা দখল করে রাখে এবং স্পিড আরো কমিয়ে দেয়।

অনেকে স্টোরেজ থেকে নিজের পছন্দের পুরনো ছবি ভিডিও ডিলিট (Delete) করে দেয়। যাতে করে স্টোরেজ কিছুটা ফাঁকা থাকে এবং মোবাইল স্মুথলি চলে। অনেক পুরনো স্মৃতি নষ্ট হয়ে গেলেও, কিছুদিন পর মোবাইল আবার স্লো(Slow speed) হয়ে যায়।

এন্ড্রয়েড ফোনের কিছু গোপন সেটিং (Android secret setting) এর মাধ্যমেই এই স্পিড দ্বিগুন অব্দি বাড়িয়ে নেওয়া যায়। আপনি চাইলে ফোনের স্পিড স্লো-ও করে দিতে পারেন।

এখন আপনাদের জানাবো কিভাবে মোবাইল ফোনের স্পিড বাড়িয়ে নিতে পারবেন। স্টেপ গুলি পর পর ফলো করুন।

১. মোবাইল ফোনের সেটিং অপশনে যান।
২. About Phone অপশন খুজে বের করে সেখানে ক্লিক(click) করুন।
৩. Build Number এর ওপরে পাঁচবার ক্লিক করবেন।

“You are now a Developer” নামক একটি লেখা স্ক্রিনে ফুটে উঠবে।

৪. ব্যাক করার পরে developer setting অপশনে যাবেন।
৫. নিচের দিকে Scroll করতে করতে পর পর তিনটি অপশন পাবেন।

Window Animation Scale
Transition Animation Scale
Animator Duration Scale

৬. প্রতিটি অপশনের পাশে দেখবেন 1X লেখা থাকে। প্রতিটাতে ক্লিক করতে হবে।
৭. অপশন থেকে ০.৫X অপশন সিলেক্ট করতে হবে।

এরপর মোটামুটি আপনার সমস্ত কাজই শেষ।
আপনার মোবাইলের টাচ স্পিড, Scrolling স্পিড এবং কোনো অ্যাপ খুললে সেটি লোড হওয়ার টাইম সমস্ত দ্বিগুন ফাস্ট হয়ে যাবে।

এটির পাশাপাশি মোবাইল মাঝেমধ্যে আপডেট করুন। আপডেট করলে মোবাইলের স্পিড অনেকটাই বেড়ে যায় এবং স্টোরেজ ও বেশ খালি হয়ে যায়।

আরো এমন অজানা অনেক tips and tricks এর জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Scroll to Top