জিও সিমে এই রিচার্জটি করলে পাবেন বিনামূল্যে ২১ জিবি ডাটা, অফার সীমিত সময়ের জন্য।

ভারতের টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও সংস্থা। সম্প্রতি রিলায়েন্স জিও সংস্থা তাদের যাত্রার 7 বছর পূর্তি উদযাপন করতে চলেছে। সেই উপলক্ষে রিলায়েন্স সংস্থা বিনামূল্যে ডাটা দিচ্ছে গ্রাহকদের। আবারো আগের মতো বিনামূল্যে ডেটা এবং আনলিমিটেড কলিং অফার নিয়ে এসেছে রিলায়েন্স জিও সংস্থা। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ২১ জিবি পর্যন্ত ডাটা দেওয়া হচ্ছে গ্রাহকদের।

তবে এই অফারটি কিন্তু সারা বছরের জন্য নয়। সীমিত সময়ের জন্য এই অফারটি লঞ্চ করা হয়েছে। ৫ই সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত এই অফারটি চলবে। এই সময়ের মধ্যেই বিনামূল্যে ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা।

২৯৯ টাকা: এই প্লানটি রিচার্জ করলে মোট 2gb ডাটা এবং ২৮ দিনের বৈধতা পাওয়া যায়। সম্প্রতি নতুন অফারের কারণে এখানে ৭ জিবি অতিরিক্ত ডাটা থাকবে। তাছাড়া থাকবে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুবিধা।

Jio ৭৪৯ টাকার প্ল্যান: ২ জিবি ডাটা দেওয়া হবে, 90 দিনের বৈধতার সাথে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যায় এই প্যাকে। নতুন অফারের কারণে এখানে ১৪ জিবি অতিরিক্ত ডাটা পাওয়া যাবে।

Jio ২৯৯৯ প্ল্যানের সুবিধা: এই প্লানের বৈধতা এক বছর। এখানে প্রত্যেকদিন আড়াই জিবি ডাটা পাওয়া যায়। এই প্ল্যান রিচার্জ করলে পেয়ে যাবেন অতিরিক্ত ২১ জিবি ডাটা। ৭GB ডাটার তিনটি কুপন পাওয়া যাবে। তাছাড়া আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস করার সুবিধা পাবেন।

ডেটা পাকের পাশাপাশি আজিও শপিং, সুইগি, নেট মেড ইত্যাদি কেনাকাটায় পাবেন অতিরিক্ত ২০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে ৫০০ টাকা ছাড়, হোটেল বুকিং এর ক্ষেত্রে ৪০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে এই ডাটা প্যাক গুলির সাথে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *