এখনকার দিনে ভারতীয়দের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো আধার কার্ড। ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা থেকে শুরু করে ব্যাংকিং, লোন সমস্ত ক্ষেত্রে আধার কার্ড অন্যতম একটি অপরিহার্য ডকুমেন্ট। Aadhaar Enabled Payment System হলো এমন একটি সিস্টেম যেটির মাধ্যমে কোন ব্যক্তি তার আধার কার্ড এবং আঙুলের ছাপের মাধ্যমে যেকোনো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন যদি তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত থাকে।
তবে এই সিস্টেমকেই নিজেদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে কিছু স্ক্যামার। বিভিন্ন জায়গা থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, ফিঙ্গারপ্রিন্ট এবং আধার কার্ডের নম্বর চুরি করে সেগুলি ব্যবহার করে তারা ইচ্ছামত টাকা তুলে ফেলছে। ইতিমধ্যে এই নিয়ে কলকাতায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বহু প্রান্তে এইরকম স্ক্যাম চলে আসছে।
নতুন এই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখতে। আধার কার্ডের বায়োমেট্রিক লক থাকলে আঙ্গুলের ছাপ দিয়ে আর টাকা তোলা সম্ভব নয়। ফলে আপনার টাকা ব্যাংকে সুরক্ষিত থাকবে। আবার পরবর্তীকালে আপনার টাকা তোলার প্রয়োজন হলে সেই লক আপনি আনলক করে ফেলতে পারবেন।
কিভাবে বায়োমেট্রিক লক করবেন দেখুন।
আধার সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছিল mAadhaar অ্যাপ, আধার কার্ডের সমস্ত তথ্য এখানে সঞ্চিত থাকে।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে।
আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রোফাইল অপশন এ যেতে হবে।
এরপর ‘Biometric Settings’-এ গিয়ে ‘Enable Biometric Lock’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি বসালেই আপনার বায়োমেট্রিক লক হয়ে যাবে।
পরবর্তীকালে একই অপশন থেকে আপনারা আধার কার্ডের বায়োমেট্রিক লক আনলক করে ফেলতে পারবেন। তখন স্ক্রিনে লেখা উঠবে ‘Your Biometrics will be temporarily unlocked’! ১০ মিনিটের জন্য তখন আপনারা আধার কার্ডের বায়োমেট্রিক আনলক থাকবে।