৩৫ পয়সা খরচ করলেই পেয়ে যেতে পারেন ১০ লক্ষ পর্যন্ত টাকা, রেলের এই সুবিধার কথা জানেন?

ভারতীয় রেল পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে নেটওয়ার্ক। প্রত্যেকদিন দেশের কয়েক কোটি মানুষ ট্রেনযাত্রা করে থাকেন। ভারতের কয়েক কোটি মানুষের রুজি রোজগার ট্রেনের সাথে সম্পর্কিত রয়েছে। কাছের সফর হোক বা দূরের গন্তব্য, বেশিরভাগ মানুষই ভারতীয় রেলের উপর ভরসা করে থাকেন। আর যত দিন যাচ্ছে ভারতীয় রেলে যাত্রী সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে।

দূরের কোথাও যাওয়ার আগে আমরা অনলাইনে বা কাউন্টার থেকে টিকিট কিনে রাখি সিট রিজার্ভ করার জন্য। নির্দিষ্ট দিন সেই টিকিট বা PNR নম্বরও সাথে থাকলে নির্দিষ্ট সিট বা বার্থ-এ করে ভ্রমণ করা যায়। তবে জানেন কি, মাত্র ৩৫ পয়সা অতিরিক্ত খরচ করলেই আপনারা ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন?

হ্যাঁ, অনলাইনে এক্সপ্রেস ট্রেন এর টিকিট কাটার সময় মাত্র ৩৫ পয়সা অতিরিক্ত খরচ করলেই আপনারা ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। INDIAN RAIL এর অফিসিয়াল অ্যাপ IRCTC এ এই সুবিধা পাওয়া যায়।

অনলাইনে টিকিট কাটার সময় ইন্সুরেন্স বাবদ এই টাকা পে করার একটি অপশন আসে। অপশনটি আপনি চাইলে স্কিপ ও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ৩৫ পয়সা পেমেন্ট করতে হবেনা। কিন্তু এই অপশনে টিক মারলে আপনি রেলওয়ের তরফে নির্ধারিত দিনের যাত্রার ওপর ইন্সুরেন্স পাবেন।

টিকিট কাটার পর মেল বা অ্যাপে আপনার ইন্স্যুরেন্স এর নমিনি এড করার অপশন পাবেন। সেখান থেকে Nominee এর নাম, বয়স এবং আপনার সাথে তার সম্পর্ক বেছে নিতে হবে।

এরপর কোনো কারণে ট্রেনের দুর্ঘটনা হলে যদি আপনি আহত বা নিহত হন, তাহলে আপনি বা বাড়ির লোক ১০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন রেলওয়ে ইন্ডিয়ার তরফে। সামান্য আহত হলে টাকার পরিমাণ কম হবে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্যাসেঞ্জার, সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে রেলের তরফে।

Scroll to Top