5G মোবাইল ফোন কিনতে চান? দেখে নিন, ২০,০০০ টাকার মধ্যে ফোনগুলি।

5G নেটওয়ার্ক পরিষেবা (5G Network Service) আগামী অক্টোবর মাস থেকে দেশজুড়ে শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (DOT) এ বিষয়ে নিশ্চিত করেছে। এই ঘোষণার পরই বহু মানুষ ‘হাই-স্পিড’ নেট ব্যাবহারের জন্য 4G মোবাইলকে আপগ্রেড করে নতুন 5G হ্যান্ডসেট (5G Handsets) কেনার পরিকল্পনা করতে শুরু করেছে। আপনিও যদি ফাইভ-জি হ্যান্ডসেটকেনার পরিকল্পনা করেন, তবে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। আজ আপনাদের ভারতের বাজারে পাওয়া যাবে এমন পাঁচটি সেরা 5G স্মার্টফোনের (Five Best 5G Smartphone) বিষয়ে জানাবো, যার দাম ২০,০০০ টাকার কম। চলুন প্রতিবেদন থেকে ‘বেস্ট সেলিং’ 5G স্মার্টফোনগুলি সম্পর্কে জেনে নিন।

১) ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি (OnePlus Nord CE 2 Lite 5G)
ওয়ানপ্লাস ব্রান্ডের নতুন 5G স্মার্টফোনের দাম ভারতীয় মূল্যে ১৯,৯৯৯ টাকা। এই ফোনতে পেয়ে যাবেন ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, যা গরিলা গ্লাস যুক্ত এবং অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে।
ডুয়াল-সিমের (Nano) ব্যাবহার করতো পারবেন। এছাড়া ট্রিপল রিয়ার ক্যামেরা সঙ্গে ১৬ MP Sony IMX471 সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন ফোনটিতে। এর সাথে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটির কথা বলতে গেলে, এটি ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত এবং ৩৩W ফাস্ট চার্জিংয়ের পরিষেবা পাবেন।

২) মোটো জি৬২ ৫জি (Moto G62 5G)
এই স্মার্টফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্মার্টফোনটি ভারতীয় বাজারে ১৭৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। বিশেষ বিষয় হল ডিসপ্লেতে পাঞ্চ হোল রয়েছে। যার কাট আউটের মধ্যে লাগানো রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত, যা ২০ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

৩) আইকো জেড৬ ৫জি (iQOO Z6 5G)
আইকো জেড৬ ৫জি ফোনটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে বিশিষ্ট, যা ১৬,৯৯৯ টাকা দামে পাওয়া যাবে। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যাবহার করা হয়েছে।
অন্যদিকে ট্রিপল রিয়ার ক্যামেরা লাগানো রয়েছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০MP যুক্ত। এছাড়া ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৪) রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G)
৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং ৩৩W চার্জিং সাপোর্ট যুক্ত রেডমি নোট ১১টি ৫জি ফোনটির দাম ১৫,৯৯৯ টাকা। বিশেষ বিষয় হলো, ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্ল বিশিষ্ট ফোনটিতে মালি জি৫৭ এমসি২ জিপিইউসহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভার্সন বিশিষ্ট। উল্লেখ্য যে ফোনটিতে ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম বাড়ানো যাবে।

৫) রিয়েলমী ৯ ৫ জি (Realme 9 5G)
৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে বিশিষ্ট ফোনটির দাম ১৫,৯৯৯ টাকা। এতে মিডিয়াটেক
ডাইমেনসিটি ৮১০ প্রসেসর বাবহার করা হয়েছে।
অন্যদিকে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে রয়েছে একটি অনির্দিষ্ট মনোক্রোম পোর্ট্রেট সেন্সর। এছাফা ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ১৮ W ফাস্ট চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি যুক্ত।

Scroll to Top