স্মার্ট ফোন এখন সবার হাতে হাতে। স্মার্টফোনের যুগে বিভিন্ন অ্যাপের ব্যবহার যেমন বৃদ্ধি পেয়েছে তেমন ব্যক্তি গত তথ্য হ্যাকের (Hack) সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি প্লেক্স অ্যাকাউন্ট হ্যাক (Plex Account Hacked) হয়েছে বলে জানা গেছে। প্লেক্সসের কর্মকর্তারা গ্রাহকদের একটি ইমেইল পাঠায়। যেখানে বলা হয়েছে, “গতকাল, আমরা আমাদের একটি ডেটাবেসে সন্দেহজনক কার্যকলাপ আবিষ্কার করেছি।” এ থেকে মনে করা হচ্ছে কোন হ্যাকার গোষ্ঠী ইমেইল, ইউজার নেম, এবং এনস্ক্রিপটেড পাসওয়ার্ড সহ সমস্ত ডেটা এক্সেস করতে পারছে। হ্যাকারদের হাত থেকে ব্যক্তি গত তথ্য সুরক্ষিত রাখতে প্লেক্স বারবার গ্রাহকদের সতর্ক করে চলেছে। প্রায় ১৫ মিলিয়ন মানুষ প্লেক্স ব্যবহার (15 Million User Use Plex Account) করেন। তবে কিভাবে হ্যাকারদের (Hacker) হাত থেকে রক্ষা পাবে প্লেক্স ব্যবহারকারীরা? তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। তবে আপনাদের বলি আজকের প্রতিবেদনটি এই নিয়েই। চলুন জেনে নিন কিভাবে প্লেক্স অ্যাপ হ্যাকারদের হাত থেকে মুক্তি পাবে।
সংস্থার পক্ষ থেকে পাঠানো ইমেইলে(E-mail) প্লেক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার কথা বলা হয়েছে। এই পাসওয়ার্ড পরিবর্তনের(Password Change) ফলে আপনি আপনার ব্যক্তিগত তথ্যকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। কিভাবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন, তা নিম্নে ধাপে ধাপে বলা হলো।
১. প্রথমে আপনাকে গুগলের ইনকগনিটো (incognito) ব্রাউজার (Browser) উইন্ডো ওপেন করতে হবে।
২. এরপর নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্লেক্সের পাসওয়ার্ড রিকুয়েস্ট পেজে চলে যান https://app.ples.tv/auth#?resetPassword ।
৩) এরপর ওই পেজে ‘sign in’ বিকল্প নির্বাচন করে ফর্মে থাকা ‘forgot’ অপশনে ক্লিক করতে হবে।
৪) এবার আপনার প্লেক্স অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস লিখুন এবং ফর্ম জমা দিন।
৫) এটি করার পর আপনার মেইলে পাসওয়ার্ড রিসেট করার একটি মেসেজ ঢুকবে, যেখানে একটি লিংক দেওয়া থাকবে।
৬) ইমেইলে পাঠানো ওই নির্দিষ্ট লিংকটি কপি করে প্রাইভেট বা ইনকগনিটো ব্রাউজার উইন্ডোতে পেস্ট করতে হবে।
৭) সর্বশেষে একটি নতুন পাসওয়ার্ড(New Password) দিতে হবে নিজ প্লেক্স অ্যাকাউন্টের জন্য৷