ভারতের Top ১৭ টি আবিষ্কার, যেগুলো ছাড়া গোটা পৃথিবী অসম্পূর্ণ থেকে যেত! জানুন বিস্তারিত।

প্রাচীনকাল থেকেই শিল্প-শিক্ষা, কলা, আয়ুর্বেদ শাস্ত্র, সংগীত, নৃত্য, জ্যোতির্বিদ্যা ইত্যাদিতে ভারতের নাম সবার প্রথমে আসে। ভারতের এমন কিছু আবিষ্কার রয়েছে যেগুলো ছাড়া পুরো পৃথিবীটাই হয়তো অসম্পূর্ণ থেকে যেত।

চলুন জেনে নেওয়া যাক ভারতে হওয়া এমন 17 টি সেরা আবিষ্কার।

১.আয়ুর্বেদ : এটি প্রাচীন ভারতের একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি। এমন বহু কেস দেখা গেছে যেখানে আধুনিক ওষুধ দিয়েও রোগ সারানো যায়নি কিন্তু ভারতীয় আয়ুর্বেদ দিয়ে সেই রোগটি সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া গিয়েছে।

২. যোগব্যায়াম: যোগ ব্যায়ামের আবিষ্কার ভারতে। বহু শারীরিক এবং মানসিক অনুশীলনের একটি উপায় হল যোগব্যায়াম।

৩. শূন্য : গাণিতিক শূন্যের ধারণা প্রথম ভারতেই আবিষ্কৃত হয় এবং শূন্য আবিষ্কার না হলে এতদিন কোন কম্পিউটার আবিষ্কার করা যেত না।

৪.দশমিক সিস্টেম : দশমিক সিস্টেম আবিষ্কার হয় ভারতে।

৫.প্লাস্টিক সার্জারি : প্রাচীনকাল থেকে ভারতে প্লাস্টিক সার্জারি প্রথা চালু ছিল। বিশ্বের মধ্যে ভারতে প্রথম প্লাস্টিক সার্জারি চালু হয়েছিল।

৬.মশলা : খাবারের অন্যতম একটি উপকরণ হলো মসলা, ভারতের প্রথম মসলা তৈরি শুরু হয় এবং তা বিশ্বের সারাদেশে ছড়িয়ে যাওয়া শুরু হয়।

৭.দাবা : দাবা খেলার জন্ম ভারতে।

৮.ইস্পাত : ইস্পাত উৎপাদনের প্রাথমিক কৌশল ভারতে আবিষ্কার হয় এবং ইস্পাত ছাড়া বিশ্বের বড় বড় দেশের বড় বড় বিল্ডিং তৈরি করা যেত না।

৯.হীরা : হিরে কাটার কৌশল প্রথম ভারতে আবিষ্কার করা হয়।

১০.জ্যোতির্বিদ্যা: জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে প্রাথমিক ক্যালেন্ডার তৈরি হয় ভারতেই।

১১.গানপাউডার : বারুদ বা গান পাউডারের প্রাথমিক ফর্মুলা আবিষ্কার হয় ভারতে।

১২.শ্যাম্পু : চুল পরিষ্কার করার প্রাথমিক উপাদান গুলির মধ্যে অন্যতম একটি উপাদান হলো শ্যাম্পু। জেনে অবাক হবেন যে, ভারতেই প্রথম শ্যাম্পু আবিষ্কার করা হয়।

১৩.চিনি : চিনি উৎপাদনের প্রাথমিক কৌশল ভারতেরই আবিষ্কার।

১৪. বাইসাইকেল: বাইসাইকেল আবিষ্কার হয় প্রথম ভারতে।

১৫. চা: চা চাষ করা এবং চা তৈরীর পদ্ধতি প্রথম ভারতে আবিষ্কার করা হয় এবং ধীরে ধীরে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

১৬. ছানি অপারেশন: বহু মানুষ বর্তমানে ছানি অপারেশন করিয়ে থাকেন চোখের সুস্থতার জন্য।চোখের ছানি অপারেশনের প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছিল ভারতের থেকেই

১৭. এছাড়া জীববিজ্ঞান, ভূতত্ত্ব, পদার্থ বিজ্ঞান অংক ইত্যাদিতে ভারতের অবদান অনস্বীকার্য।

Scroll to Top