অপেক্ষার বিয়াল্লিশ দিন! ‘বিয়ের তোড়জোড় শুরু’ করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, দীর্ঘ এক যুগ সম্পর্ক পেরোলেও, বিয়ে নিয়ে গররাজি টলিউডের চর্চিত জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। সকলের প্রশ্নে জেরবার হলেও, খোলসা করছিলেন না কেউই। এমনকী বেশ কিছু ভিডিওয় ঐন্দ্রিলাকে দেখা যাচ্ছিল, অঙ্কুশের বিরুদ্ধে রীতিমত নারী নির্যাতনের অভিযোগ করছেন তিনি। সংশয় জমাট বাঁধে অনুগামীদের মধ্যে। কিন্তু এই সমস্যার সমাধান হয় গত প্রেম দিবসে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। অঙ্কুশের জন্মদিন, এবং সম্পর্কের তেরো বছরে পা দেওয়ার দিনই এই জুটি তাঁদের আগাম ছবি ‘লাভ ম্যারেজ’ (Love Marriage) নিয়ে ঘোষনা করেন। বলা বাহুল্য, বিয়ের প্রতি তাঁদের রাজি না হওয়ায় মনোভাব ছিল, এই ছবির প্রচার কৌশল।

টলিউড সম্রাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly), আবির চ্যাটার্জী (Abir Chatterjee), প্রায় সকলেরই অঙ্কুশ এবং ঐন্দ্রিলার উদ্যেশ্যে প্রশ্ন ছিল, তাঁরা বিয়ে কেন করছেন না! কারণ তাঁদের সম্পর্কের বয়স ইতিমধ্যে বারো বছর অর্থাৎ এক যুগ পেরিয়েছে। তবু কেন এতদিনের সম্পর্ক হয়েও, বিবাহের পিঁড়িতে বসছেন না এই তারকা যুগল? আসলে এটিও ছিল অঙ্কুশ এবং ঐন্দ্রিলার আগাম ছবি ‘লাভ ম্যারেজ’ এর প্রচারের একটি অংশ। বিয়ে করছেন না কেন তাঁর উত্তরে বিভিন্ন সময় এই জুটি নানারকম উত্তর দিয়েছেন। বলা বাহুল্য, সেগুলি ছিল বেশ মজাদার। যদিও এগুলি যে ছবির প্রচারের অংশ ছিল, তা কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারেননি অনুগামীরা। বরং অঙ্কুশ ঐন্দ্রিলা তাঁদের অনুগামীদের বেশ গুরুতর ভাবে ঘোল খাইয়েছিলেন।

এই ছবিটির নাম শুনেই বোঝা যাচ্ছে, ঠিক কিরম ধরনের ঘটনার ওপর এটি নির্মিত। মুখ্য ভূমিকায় অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তাঁদের ইচ্ছে, প্রেম করে বিয়ে করার। কিন্তু জটিলতা তৈরি হয় অন্য ক্ষেত্রে। পারিবারিক পরিচয় ঘটাতে গিয়ে, পড়তে হয় বিপাকে। কারণ পাত্রের বাবার সঙ্গে পাত্রীর মায়ের মধ্যে প্রেমের সম্পর্ক ঘনায়। ফলে দুঃস্বপ্নের মত, পাত্র পাত্রীর কাছে মুহূর্তে তাঁদের সম্পর্ক হয়ে ওঠে ‘ভাই বোন’ এর।

‘লাভ ম্যারেজ’ মূলত একটি রোমান্টিক কমেডি ছবি। পাত্রের বাবার এবং পাত্রীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বর্ষীয়ান অভিনেত্রী সোহাগ সেনকেও (Sohag Sen) দেখা যাচ্ছে একটি গুরুত্বপূর্ন ভূমিকায়। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবিটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকী। আগামী এপ্রিলে, বাঙালির নতুন বছরের প্রাক্কালেই মুক্তি পাবে এই ছবি।

Scroll to Top