কোয়েল মল্লিক, টলিউডের অন্যতম সম্রাজ্ঞী। প্রায় কুড়ি বছরের বেশি তিনি রাজ করছেন টলি ইন্ড্রাস্ট্রিতে। ‘নাটের গুরু’ দিয়ে শুরু হয় তাঁর বড় পর্দায় হাতে খড়ি। অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হয়েও, নেননি স্বজনপোষণের সুযোগ। নিজের যোগ্যতায় সক্রিয় করেছেন তাঁর রাজ্যপাট।
দুর্গা পুজো বাঙালির আবেগ, বাঙালির মন খারাপের ওষুধ। এই উৎসব ঘিরে তাই সকল বাঙালির উন্মাদনাই থাকে চরমে। আর মল্লিক বাড়ির পুজো তো বাংলা বিখ্যাত। সে বাড়ির মেয়ে হয়ে কোয়েল যে উৎসাহী হবেন না, তা তো হয় না। তাই এখন থেকেই তিনি জমিয়ে নিতে শুরু করেছেন পুজোর আমেজ।
সোনালী আভার একটি শাড়ি এবং লাল ব্লাউসের সবেকিয়ানায় তিনি বড্ড মোহময়ী লাগছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করা তাঁর ছবি দেখে মন্তব্য করেছেন অভিনেত্রী নুসরত জাহান। বলেছেন, ‘তুমি একেবারে দেবী..’। সত্যি, তিনি একেবারেই লাগছেন দেবীর মতই। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর সাজসজ্জাও হয়েছে মানানসই। নেটিজেনরা মন্ত্রমুগ্ধ হয়ে পান করেছেন টলিউডের অন্যতম সম্রাজ্ঞীর রুপসুধা!
Image Credit: Koel Mallick Instagram Account