• Please enable News ticker from the theme option Panel to display Post

ফুটফুটে লক্ষ্মী এসেছে আলিয়ার কোলে, শুভেচ্ছা বার্তায় ভাসছে বি-টাউন

ফুটফুটে লক্ষ্মী এসেছে আলিয়ার কোলে, শুভেচ্ছা বার্তায় ভাসছে বি-টাউন

চলতি বছর এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েন বলিউডের ‘বরফি’ রণবীর কাপুর, এবং ‘গাঙ্গুবাই’ আলিয়া ভাট। মাস কয়েক যেতে না যেতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় আরও এক সুখবর… মা হতে চলেছেন আলিয়া। আজ সকল আশা আকাঙ্খা, তথা আশঙ্কার সুপরিণতি। মা হলেন আলিয়া। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘রকস্টার’-ঘরণী।

আলিয়ার সোশ্যাল একাউন্ট থেকে সুখবরটি প্রকাশ পেয়েছে। এরই মধ্যে তাঁদের কন্যা-রত্নটি সকলের মন জয় করে ফেলেছেন। আলিয়া ছোট্ট লক্ষ্মীকে ‘ম্যাজিকাল গার্ল’ বলে সম্বোধন করেছেন।

সুখবর ঘিরে শুভ কামনার বার্তা উপচে পড়ছে। শ্বেতা বচ্চন, মৌনী রায়, ঈশান খটটর, কৃতি শ্যানন, নতুন মা সোনাম কাপুরও ভরপুর শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া এবং রণবীরকে। কৌতুক শিল্পী কপিল শর্মা নতুন মা বাবার উদ্দ্যেশ্যে বলেছেন, ঈশ্বরের সেরা উপহার সন্তান, যা আজ তাঁরা লাভ করেছেন। মেতে উঠেছেন সাধারণ মানুষও। আলিয়ার করা পোস্টকে রিপোস্ট করে চলছে লক্ষ্মী আগমনের উদযাপন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *