PhD করার জন্য আর লাগবে না Master Degree! বিশদে জানুন।

বর্তমানে কোনো ছাত্র বা ছাত্রী পিএইচডি (PhD) করতে চাইলে তাঁকে প্রথমে স্নাতক (Graduate) ও পরে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি (Master Degree) অর্জন করতে হয়। মূলত তিন বছরের পড়াশোনার পরেই একজন স্নাতক ডিগ্রি লাভ করতে পারেন কিন্তু সম্প্রতি প্রকাশিত ইউজিসির (UGC) নির্দেশিকা অনুসারে একজন ব্যক্তিকে স্নাতক স্তর অর্জন করতে হলে মোট চারবছরের পড়াশোনা করতে হবে। তবেই তিনি স্নাতক ডিগ্রি লাভ করবেন এবং সেইকারণে ‘স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি না থাকলে পিএইচডি করা যাবেনা’ এই নিয়মের বদল ঘটতে চলেছে। এবার থেকে একজন ছাত্র বা ছাত্রী স্নাতক স্তরে উত্তীর্ণ হবার পরেই পিএইচডি (PhD) করার জন্য সুযোগ পেতে চলেছেন।


সম্প্রতি ইউজিসি (UGC) অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (University Grants Commission) পেশ করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে, এবার থেকে চার বছরের স্নাতক (Graduate) বিষয়ে পড়ার পর পিএইচডি (PhD) করতে পারবেন শিক্ষার্থীরা। লাগবেনা আর কোনো মাস্টার ডিগ্রি (Master Degree)। এই প্রসঙ্গে বলা ভালো যে কিছুদিন আগেই অন্য একটি নির্দেশিকায় ইউজিসি (UGC) চার বছরের স্নাতক স্তরের পড়াশোনা নিয়ে বিস্তারিত জানিয়েছে অর্থাৎ এবার থেকে শুধু শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি (Graduation Degree) থাকলেই তাঁরা আবেদন করতে পারবেন পিএইচডি ডিগ্রির (PhD Degree) জন্য।


তবে এখনো অবধি এই চার বছরের স্নাতক স্তরের পড়াশোনা কার্যকর হয়নি কোথাও। অতএব যতদিন অবধি না এই নতুন নিয়ম কার্যকরী হচ্ছে, ততদিন পর্যন্ত তিন বছরের পাঠ্যক্রমই বজায় থাকবে স্নাতক স্তরে অর্থাৎ পিএইচডি করার জন্য স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি লাগবে। এখন এই নয়ানিয়ম কবে জারি হয় সেটাই দেখার কারণ এই নতুননিয়ম কবে থেকে শুরু হবে সেই দায়িত্ব পুরোপুরি ভাবে বিশ্ববিদ্যালয়গুলির (University) ওপরেই বর্তায় ।

এই বিষয়ে ইউজিসির চেয়ারম্যান (Chairman) এম জগদীশ কুমার (M.Jagadish Kumar) জানিয়েছেন, স্নাতক স্তরের পঠনপাঠন তিন বছরের হবে নাকি চার বছরের; সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়গুলির ওপর! সুতরাং নির্দেশ পেশ হয়ে গেলেও এই নতুননিয়মে স্নাতক স্তরের পড়াশোনা কবে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির পক্ষ থেকে, সেটাই এখন দেখার এবং এর সাথেই পিএইচডি (PhD) করার আবেদনও জড়িত থাকবে যথেষ্টভাবে। যতদিন অবধি না চারবছরের স্নাতক পদ্ধতি কার্যকরী হবে ততদিন অবধি পিএইচডি ডিগ্রি পেতে গেলে শিক্ষার্থীদের স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি (Master Degree) অবধি অর্জন করতেই হবে।

Image Courtesy: Pexels

Scroll to Top