Nokia লঞ্চ করল FM Radio Supported স্মার্টফোন Nokia 2780 Flip

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল নির্মাণকারী সংস্থা হল নোকিয়া (Nokia)। স্যামসাং, অ্যাপলের মতো সংস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা করে চলেছে। এই সংস্থা একের পর এক নতুন ডিজাইনের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। এক সময় এই সংস্থা জমিয়ে ব্যাবসা করেছে ভারতে। এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে। তবে ভারতীয় বাজারে এই ফোনের চাহিদা আজও বহাল রয়েছে। এবার আরো এক নতুন মডেলের স্মার্টফোন নিয়ে হাজির হলো নোকিয়া। এই নয় ফোনের নাম নোকিয়া ২৭৮০ ফ্লিপ (Nokia 2780 Flip)। জানা যাচ্ছে, এই ফোনে FM রেডিও সাপোর্ট (FM Radio Supported) করবে। এছাড়া অন্যান্য ফিচার রয়েছে এই ফোনে। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। গত বৃহস্পতিবার লঞ্চ (Launch) হয়েছে নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনটি। ফোনটি ভারতে নয় মার্কিন যুক্তরাষ্ট্রের (America) মার্কেটে লঞ্চ হয়েছে। ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে কবেই ফোনটি লঞ্চ হবে তা নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। ফোনটির দাম (Price Of The Phone) সাধারণ মানুষের নাগালের মধ্যে। আমেরিকায় এর মূল্য ৮৯.৯৯ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৭,৪০০ টাকা। নীল এবং লাল দুটি কালার ভেরিয়েন্টে মিলবে ফোনটি। কাস্টমাররা ৭ নভেম্বর থেকে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (Nokia Official Website) থেকে ফোনটি কিনতে করতে পারবেন।

Nokia 2780 Flip ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

১) নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনটিতে দুটি স্ক্রিন রয়েছে। তার মধ্যে একটি অনবোর্ড ক্যামেরা। অন্যটি ১.৭৭ TFT ডিসপ্লে এবং তার অন্দরে মূল ২.৭ ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে। এই অংশটি ফ্লিপ করবে।

২) ফোনটির পিছনে ৫MP ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ফিক্সড ফোকাস এবং LED ফ্ল্যাশও থাকছে।

৩) বিশেষ বিষয় হলো ২৭৮০ ফ্লিপ ফোনটি FM রেডিও সাপোর্টেড। অন্যদিকে ফোনটিতে MP3 সাপোর্ট করবে। এছাড়া রয়েছে Wi-Fi Wi-Fi 802.11 b/g/n। ফোনটিতে ১,৪৫০ mAH ব্যাটারি লাগানো রয়েছে, যা অপসারণযোগ্য।

৪) এর সাথে নোকিয়ার এই ফোনটি VoLTE এবং RTT সাপোর্টেড। ফোনটিতে পাওয়ারের জন্য Qualcomm এর ২১৪ চিপসেট লাগানো হয়েছে, যার পিক ডাউনলিঙ্ক স্পিড 150Mbps।

৫) এছাড়া নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনটি ৪জিবি RAM ও ৫১২ এমবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট। এটি সিঙ্গেল সিম সাপোর্টেড। অন্যদিকে ফোনটি টাইপ-সি পোর্ট সাপোর্ট যুক্ত। WhatsApp এর মতো অ্যাপ ব্যাবহার করতে পারবেন।

Scroll to Top