অন্য কোথাও নয়, ‘এখানেই’ কলকাতার বুকে ফের প্রেমে পড়বেন নীল-তৃণা

২০২১ এ ফেব্রুয়ারিতে তাঁরা সাত পাকে আবদ্ধ হন। দর্শকদের অতি পছন্দের এই জুটি সেভাবে কোনও ধারাবাহিকে একসঙ্গে ধরা দেননি। খুব শীঘ্রই সারেগামা মিউজিকের একটি মিউজিক ভিডিওয় তাঁদের দেখা যাবে। কথা হচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার প্রসঙ্গে। তাঁরা টলিউডের প্রতিষ্ঠিত নাম হলেও, এখনও পর্যন্ত কোনও ধারাবাহিকে তাঁদের অনস্ক্রিন রসায়নের সাক্ষী হননি অনুগামীরা। কিন্তু এবার নতুন গান ‘এখানেই’ এ তাঁদের প্রেমিক যুগলের ভূমিকায় দেখা যাবে।

নীল ও তৃনা

গানটির পোস্টার মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগেই।পোস্টারটি দেখেই অনুমান করা যায়, এই গানের ভিত আদ্য প্রান্ত রোম্যান্টিক বুননে প্রতিষ্ঠিত হয়েছে। তৃণা এবং নীলের দুজনের মাথায়ই রয়েছে ছাতা ধরা।

নীল ও তৃণা

বোঝাই যাচ্ছে বৃষ্টি একটি গুরত্বপূর্ন ভূমিকা পালন করবে তাঁদের প্রেমের ক্ষেত্রে! শুধু বৃষ্টি নয়, তিলোত্তমার আনাচে কানাচে স্থানগুলি হয়ে উঠেছে তাঁদের প্রেমের অনুষঙ্গ।

নীল-তৃণা

‘এখানেই’ গানটি শোনা যাবে ‘বসন্ত এসে গেছে’ খ্যাত লগ্নজিতা চক্রবর্তীর গলায়। সারেগামা মিউজিকের বাংলা ইউটিউব চ্যানেলে এই সপ্তাহেই মুক্তি পাবে গানটি। নীল এবং তৃণা উভয়েরই ফ্যানবেস বেশ জমাটি। দুজনেরই অভিনীত ধারাবাহিক সম্প্রতি শেষ হয়েছে। অনুগামীদের মন খারাপেরও তাই অন্ত নেই। কিন্তু এই মিউজিক ভিডিওটির মাধ্যমে তাঁদের মন যে ভালোই ভরে উঠবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

সারেগামা মিউজিক এর পোস্টার
Scroll to Top