একবার চার্জ দিলে চলবে ১৩০ কিমি, লঞ্চ হলো দেশের সব থেকে সস্তা ইলেকট্রিক বাইকের।

ভারতের বাজারে এলো নতুন ইলেকট্রিক মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি লঞ্চ করলো PURE EV সংস্থা। এটি একটি ভারতীয় সংস্থা। এই সংস্থার তৈরি নতুন ইলেকট্রিক বাইকটির নাম রাখা হয়েছে ecoDryft। এই বাইকটি কেনা যাবে ৯৯ হাজার ৯৯৯ টাকা দিয়ে। অর্থাৎ প্রায় এক লক্ষ টাকা।

চারটি আলাদা আলাদা রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক বাইকটি। কালো, নীল, লাল এবং ধূসর রঙে পাওয়া যাবে PURE EV ecoDryft Electric Motorcycle টি। হায়দ্রাবাদে এই ইলেকট্রিক বাইকটির ডিজাইন এবং ডেভলপ করা হয়েছে।

দিল্লিতে মোটরসাইকেলটি লঞ্চের সময় দাম রাখা হয়েছিল 99,999 টাকা। বিভিন্ন আলাদা রাজ্যের এই মোটরসাইকেলটি পৌঁছালে ট্যাক্স সহ দাম পড়তে পারে এক লক্ষ 14 হাজার 999 টাকা। অন্যান্য রাজ্যের ভর্তির উপরের দামটি নির্ভর করবে।

কোম্পানিটি দাবি করেছে যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রপ্তানি করা হচ্ছে। এছাড়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যেও এই বাইকটি রপ্তানি করার পরিকল্পনা রয়েছে তাদের।

ঘন্টায় ৭৫ কিমি বেগে ছুটতে পারবে এই বাইকটি। কোম্পানি দাবি করেছে যে একবার ফুল চার্জ দিলে প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এই বাইকটি। এই মোটরসাইকেলে রয়েছে AIS 156 সার্টিফায়েড 3.0 kWh ব্যাটারি। smart BMS ও Bluetooth কানেক্টিভিটিও যুক্ত রয়েছে এই মোটরসাইকেলে। 3 kW মোটর ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এই ইলেকট্রিক বাইকে। সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক সিস্টেম।

ইলেকট্রিক মোটরসাইকেলটির সামনের দিক থাকছে টেলিস্কোপপিক ফর্ক সাসপেনশন এবং পিছনে থাকছে স্প্রিং বেসড শক অ্যাবজর্বার।

কোম্পানি দাবি করেছে গত দুই মাসে তারা সারাদেশে ১০০ টির বেশি ডিলারশিপ তৈরি করেছে।সেই সমস্ত জায়গায় গ্রাহকরা টেস্ট ড্রাইভ নিতে পারছেন এই বাইকের। এছাড়া গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে এই বাইক সম্পর্কে।

ইতিপূর্বে সমস্ত জায়গার ডিলারশীপের থেকে এই বাইকের বুকিং করা শুরু হয়ে গিয়েছে এবং কোম্পানিটি আশা করছে যে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তারা বাইকটির ডেলিভারি দেওয়া শুরু করতে পারবে।

Scroll to Top