এক বছর পর ওয়ান প্লাস লঞ্চ করছে তাদের নতুন ওয়াচ OnePlus Nord Watch, জেনে নিন ফিচার

এক বছর আগে অর্থাৎ ২০২১ সালের মার্চ মাসে ওয়ানপ্লাস(Oneplus) তার প্রথম স্মার্ট ওয়াচটি লঞ্চ করেছিল। তারপর থেকে ওয়ান প্লাস আর কোনো স্মার্ট ওয়াচ লঞ্চ করেনি। তবে মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, ওয়ানপ্লাস খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে নতুন স্মার্ট ওয়াচ(New Smart Watch), যার নাম ওয়ানপ্লাস নোর্ড ওয়াচ(OnePlus Nord Watch)। ওয়ান প্লাসের স্মার্ট ওয়াচটি ভারতের বিআইএস(BIS) তালিকাভুক্ত হয়েছে। যার ফলে মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতীয় বাজারে এটি লঞ্চ করা হবে। তবে স্মার্ট ওয়াচটি কবে লঞ্চ করা হবে, তা নিয়ে কোম্পানির পক্ষ থেকে কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

অনেক নতুন ফিচার্সের সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস নোর্ড ওয়াচ

সম্প্রতি টিপস্টার মুকুল শর্মার (Tipstar Mukul Sharma) ওয়ানপ্লাস নোর্ড ওয়াচটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এনেছেন। তাঁর মতে ঘড়িটিতে অনেক নিত্য নতুন ফিচার্স(New Feature) থাকবে। ওয়ানপ্লাসের প্রথম স্মার্ট ওয়াচটি ছিল বৃত্তাকার। তবে নতুন ঘড়িটির ডায়ালে পরিবর্তন করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া নোর্ড ওয়াচের ছবিটিতে ডায়াল আয়তক্ষেত্রাকার দেখা যাচ্ছে। মুকুল শর্মা আরো জানিয়েছে, ওয়ানপ্লাস নোর্ড ওয়াচ(OnePlus Nord Watch)-এ ডেডিকেটেড ‘এন হেলথ'(N Health) অ্যাপ থাকবে। নতুন ঘড়িটিতে রয়েছে ‘কাস্টম ডায়াল’ অপশন এই অপশনটি ব্যবহার করে আপনি কোন ডিভাইসের সাথে কানেক্ট করে কাস্টমাইজ করতে পারবেন। এর সাথে রয়েছে crown button যার সাহায্যে আপনি ঘড়িটির মেনু নেভিগেট করতে পারবেন। ঘড়িটিতে রয়েছে স্পোর্টস মোড এটির সাহায্যে আপনার সাইক্লিং এবং হাঁটার স্টেপ কাউন্ট এবং অ্যানালিসিস করতে পারবেন।

Scroll to Top