মিঠুন-দেবের দ্বৈরথে ডানা মেলবে ‘প্রজাপতি’, বড়দিনে খুশির জোয়ার নামবে সিনেমামহলে

‘হিরোগিরি’র সাত বছর পর, মিঠুন চক্রবর্তী এবং দেব ফের বাবা ছেলের যুগলবন্দী দর্শককে উপহার দিতে চলেছেন। এঁদের কারুরই গ্রহণযোগ্যতা কম নয়। দুজনকে ফের একই ফ্রেমে দেখতে পাওয়ার উচ্ছ্বাসে অনুগামীরা অপেক্ষারত। ‘প্রজাপতি’ ছবিতে তাঁরা জুটি বেঁধেছেন। খুব সম্ভবত বড়দিনে এই ছবি মুক্তি পেতে পারে। সেদিন যে বাংলায় আরেকটি বিশেষ দিন, সে কথাও ভুললে চলবে না। ২৫ ডিসেম্বর, দেবেরও জন্মদিন। তাই সেদিন ছবি মুক্তি পেলে, দেব-ভক্তদের কাছে তা ‘সোনায় সোহাগা’ হয়ে উঠবে।

দেব ও শ্বেতা

সম্প্রতি দেব এবং তাঁর টিম বেনারসে ছবির শুটিংয়ে গেছেন। গত ৭ জুলাই শুরু হয়েছে এই ছবির শুটিং। বেনারসের আমেজেও যে ছবির বীজ রোপিত হবে, তা বলাই বাহুল্য। নামটি ‘প্রজাপতি’ হলেও, গল্পটি বাবা এবং ছেলের। দেবের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মমতা শংকর। মিঠুন এবং তিনি, এর আগে ‘মৃগয়া’ ছবির প্রাণকেন্দ্র ছিলেন। তাঁদের জুটি বাঁধতে দেখেও দর্শক বেশ উত্তেজিত।

মিঠুন o শ্বেতা


প্রসঙ্গত, অন্যান্য বাণিজ্যিক ছবির মত এই ছবির নায়িকার আদল গড়ে ওঠেনি। তাই পরিচালক নতুন মুখ চেয়েছিলেন। ছোট পর্দার জনপ্রিয় মুখ, শ্বেতা ভট্টাচার্য এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন।

Scroll to Top