হঠাৎ ২২৭ টি ট্রেন বাতিল, সমস্যার মুখোমুখি যাত্রীরা, প্রশ্ন উঠছে কি ভাবে বুঝবেন কোন ট্রেন বাতিল?

বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে ভারতীয় রেল ব্যাবস্থা (Indian Railways System) অন্যতম। দৈনিক ১ কোটি ৮০ লক্ষেরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। যে কারণে ভারতীয় রেল ব্যবস্থাকে ভারতের যাতায়াতের মেরুদন্ড বলা হয়। তবে অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে রেল কর্তৃপক্ষ বিভিন্ন রুটের ট্রেন বাতিল (Train canceled) করেন। গতকালও বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছিল, যে কারণে অনেক যাত্রীরা সমস্যায় পড়েছিলেন। কেননা অনেকেই ট্রেন বাতিল হওয়ার খবর যথা সময়ই পাননি। এরপর থেকে ট্রেন বাতিল হলে যাতে আর কোনো যাত্রীকে সমস্যায় পড়তে না হয়, তার জন্য আজকের প্রতিবেদনেটি। এই প্রতিবেদন থেকে আপনারা ট্রেন বাতিল হওয়ার তালিকা কিভাবে দেখবেন তা জানতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নিন।

গত কালে কেন বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছিল জেনে নিন

গত ৪ঠা সেপ্টেম্বরে ভ্রমণকারী বেশ কিছু রুটের ট্রেনের শিডিউল পরিবর্তন(Reschedule) করা হয়েছিল এবং মোট ২৭২টি ট্রেন বাতিল (Train Canceled) করা হয়েছিল। ট্রেন কেন বাতিল করা হয়েছিল, তার কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, সারা দেশের বিভিন্ন জোনে চলমান ট্র্যাক মেরামত এবং নির্মাণ কাজের পরিপ্রেক্ষিতে ট্রেনগুলি বাতিল করার সিন্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন জায়গায় আবহাওয়া খারাপ থাকার কারণেও ট্রেনগুলি রিশিডিউল ও বাতিল করা হয়েছিল। প্রসঙ্গত ট্রেন বাতিলের কারণে (Train Canceled Today) যাত্রীরা অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেক যাত্রী যথা সময়ে খবর পাননি।

কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করে বাতিল হওয়া ট্রেনের তালিকা পেয়ে যাবেন, জেনে নিন কিভাবে? ভারতীয় রেলওয়ে ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমের ওয়েবসাইটে (Official Website Of NTES) বাতিল হওয়া ট্রেনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ২৭২ টি ট্রেন বাতিল করেছে, ৯ টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করেছে এবং ২৭টি ট্রেনের রুট পরিবর্তন করেছে। রেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত রকম আপডেট পেতে পারেন। এর জন্য আপনাকে প্রথমেই ভারতীয় রেলের enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর স্ক্রিনের ডানদিকে 'Exceptional Trains' বিকল্পটি ক্লিক করার পর, বাতিল ট্রেনের বিকল্পে ক্লিক করতে হবে। এখানে আপনি তারিখ লিখে 'Go' বাটনে ক্লিক করলেই ওই তারিখের সমস্ত বাতিল হওয়া ট্রেনের আপডেট (Canceled Train Updated) আপনি দেখতে পাবেন।

Scroll to Top