ইমনের কণ্ঠে ‘রং দে বাসন্তী’র গান ‘তুম বিন বাতায়ে’, মুগ্ধতায় নেট দুনিয়া

তাঁর গায়কী যেন অন্তরাত্মার বহিঃপ্রকাশ! এমন দরদী কণ্ঠ বড় তাড়াতাড়ি মন ছুঁয়ে যায়। ‘প্রাক্তন’ ছবিতে তাঁর কণ্ঠে ‘তুমি যাকে ভালোবাসো’ রাতারাতি আলোড়ন সৃষ্টি করতেই, শ্রোতাদের বুঝতে সমস্যা হয়নি, যে এই কণ্ঠ বাংলাকে এনে দেবে সঙ্গীত জগতের বিশেষ সম্মান। হয়েছেও তাই। ‘প্রাক্তন’ ছবির গানের জন্য ইমন চক্রবর্তী পেয়েছেন জাতীয় পুরস্কার। তারপর একের পর এক শিখর জয় করেই চলেছেন গায়িকা। তাঁর কণ্ঠের জাদু দিয়ে মানুষকে মোহিত করে তুলছেন দিনের পর দিন।

নিজস্ব গানে শ্রোতা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমন নিচ্ছেন এক নতুন পদক্ষেপ। বলিউডের বিভিন্ন গানকে করছেন ‘রিক্রিয়েট’। বলা বাহুল্য, এই ইমন ম্যাজিকে মজে উঠছে ভক্ত মহল। কখনও ‘ডেলহি 6’ ছবির মোহিত চৌহানের কণ্ঠে ‘মাসাকালি’, কখনও বা ‘হাম্পটি শর্মা কী দুলহানিয়া’ ছবির অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘সামঝাওয়া’, ইমনের কণ্ঠে গানগুলি দিব্যি খেলে বেরিয়েছে। সম্প্রতি তাঁর মধুর কণ্ঠে জায়গা করে নিলো ‘রং দে বাসন্তী’ ছবির একটি গান।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল রাকেশ ওমপ্রকাশ মেহরার (Rakeysh Omprakash Mehra) ছবি ‘রং দে বাসন্তী’। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর.রহমান (A. R. Rahman)। যেখানে স্বয়ং এ.আর.রহমান কলকাঠি নাড়ছেন, সে ছবির গান যে মানুষের মন ছুঁয়ে যাবেই, তা বলতে বাকি রাখে না। ছবিটিতে একটি গান ছিল মধুশ্রী (Madhushree) এবং নরেশ আইয়ারের (Naresh Iyer) কণ্ঠে, ‘তুম বিন বাতায়ে’। সেই সময় তো বটেই, এখনও সেই গান সমানভাবে মুগ্ধ করে রেখেছে ভারতীয় শ্রোতাকে। সেই গানটিই নিজের মত করে পরিবেশনা করলেন ইমন। ইমনের আবেগী কণ্ঠে গানটি এতদিন পর, জীবন্ত হয়ে উঠল সঙ্গীতপ্রেমী মানুষের মাঝে। স্বয়ং নরেশ আইয়ার ইমনকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন, “তোমার কণ্ঠ ভীষণ মনোরম এবং দরদী, আমার শুভেচ্ছা রইল।”

Scroll to Top