বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)। পাশাপাশি তিনি একজন মডেল। একটা সময়ে তিনি তাঁর অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছিলেন। তবে আজ তিনি সে ভাবে সক্রিয় নন হিন্দি সিনেমা জগতে।
অভিনেত্রী ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর ৩৫ তম জন্মদিন পালন করা হলো সবে। তিনি বিয়ে করেছেন রিতেশ দেশমুখকে। আজকের প্রতিবেদনে অভিনেত্রী ডি’সুজা ব্যাপারে কিছু জেনে নিন।
অভিনেত্রীর ক্যারিয়ার গ্রাফ
অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা মাত্র ১৬ বছর বয়সে ‘তুঝে মেরি কসম’ (Tujhe Meri Kasam) ছবির মধ্যে দিয়ে বলিউডে আত্মকপ্রকাশ করেন। ছবিটি ২০০৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ(Ritesh Deshmukh)। এরপর থেকে তিনি বলিউডের অনেক ছবিতেই অভিনয় করেছেন। শুধু হিন্দি নয় তামিল তেলেগু কন্নড় এবং মালায়ালাম ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসাবে। বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে তিনি কাজ করেছেন। ফান্টা, এলজি মোবাইল, পারক, মার্গোর মতো ব্রান্ডের ব্র্যান্ড এম্বাসেডর(Brand Ambassador) হিসেবে তিনি যুক্ত ছিলেন। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইটস মাই লাইফ'(It’s My Life) নামক দক্ষিণী ছবিতে তিনি শেষ কাজ করেছেন। ছবিটি বক্সঅফিসে দারুন হিট হয়েছিল।
জেনেলিয়া ডি’সুজার মোট সম্পত্তি কত জেনেনিন
বেশ কয়েক বছর ধরে জেনেলিয়া ডি’সুজাকে বলিউডের ছবিতে কাজ করতে দেখা যাচ্ছে না। তবে তিনি অভিনয় না করলেও মডেলিং-এর সঙ্গে যুক্ত রয়েছেন। মডেলিং এবং ব্র্যান্ড এম্বাসেডর( Brand Ambassador) হিসাবে কাজ করেই তিনি বেশিরভাগ অর্থ উপার্জন করেন। এক একটি ছবিতে কাজ করার জন্য তিনি এক থেকে দুই কোটি টাকার পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে এই অভিনেত্রী বহু বিজ্ঞাপনে কাজ করছেন এবং অর্থ উপার্জন করছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪২ কোটি টাকা।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানুন
‘তুঝে মেরি কসম’ ছবিতে কাজ করার পর থেকে রিতেশ এবং জেনেলিয়ার পরিচয় ঘটে। এরপর থেকে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং দুজনে বেশ কয়েকবার ডেট করেন। অবশেষে ৩ই ফেব্রুয়ারি ২০১২-তে তাঁরা একে অপরকে বিবাহ করেন। হিন্দু মারাঠি বিবাহ রীতি মেনে তাঁদের বিয়েটি হয়েছিল। জেনেলিয়া খ্রিস্টান হওয়ার কারণে তাঁরা খ্রিস্টান রীতি অনুযায়ী গির্জাতেও দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। বড় ছেলের নাম রিয়ান দেশমুখ (Riyan Deshmukh) এবং ছোট ছেলে হলেন রাহিল দেশমুখ (Rahil Deshmukh)।