পঁয়তাল্লিশে পা দিলেন ঋত্বিক চক্রবর্তী। সেদিনের ‘পাগল প্রেমী’র আজকের রাজলক্ষ্মীর ‘শ্রীকান্ত’ হয়ে ওঠার সফর ফিরে দেখা

‘পাগল প্রেমী’ হয়ে সিনেমা জগতে তাঁর অভিষেক ঘটে।
তাঁর অভিনয় জীবনের প্রথম স্তম্ভ ছিল এই ছবি। একটি ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে গড়ে ওঠে এই ছবি। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে ছিলেন, অর্পিতা মুখার্জী, যশ দাসগুপ্ত প্রমুখ।

এরপর আস্তে আস্তে ,তার মুকুটে পালক যুক্ত করতে থাকে
অঞ্জন দত্তের ‘চলো লেটস গো’, অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়ের ‘ক্রস কানেকশন’ ইত্যাদি।

২০১৩ সালটি ছিল ঋত্বিকের জন্য ‘সোনার কাঠি’র ছোঁয়া
এই বছর তাঁর অভিনীত ছয়টি ছবি মুক্তি পায়। ২০১৪ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, তারক নামের একজন ফলি আর্টিস্টের নির্মম পরিণতি নিয়ে তৈরি ‘শব্দ’ ছবিটির জন্য তিনি ফিল্মফেয়ারে, সেরা অভিনেতার পুরস্কার পান।

২০১৪ সালে সুস্মিতা সেনের সঙ্গে জুটি বাঁধেন
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, ‘নির্বাক’ ছবিটিতে। ঋত্বিক, সুস্মিতা সেনের বিপরীতে অভিনয় করেন। বলা বাহুল্য, সুস্মিতার মত দাপুটে অভিনেত্রীর পাশে, ঋত্বিকের অস্তিত্ব যথার্থই ভাস্বর ছিল।

এগিয়ে যেতে থাকে ঋত্বিকের কেরিয়ারের গ্রাফ
‘আসা যাওয়ার মাঝে’, ‘বিবাহ ডায়েরিজ’, ‘মাছের ঝোল’, ‘জ্যেষ্ঠ পুত্র’, ‘তারিখ’, ‘পরিণীতা’, ‘বুড়ো সাধু’ ইত্যাদি তে জমি পোক্ত হতে থাকে অভিনেতার।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের গতানুগতিক সীমা লঙ্ঘন করা ছবি, ‘নগরকীর্তন’, ঋত্বিক চক্রবর্তীর জীবনে, সাফল্যের অন্যতম দোসর। ছবির শেষ দৃশ্যে তিনি, তাঁর সমকামী মৃত ‘প্রেমিক’ এর যে জীবন যাপনকে বেছে নিয়েছিলেন, সে দৃশ্যে চোখ ভেজেনি এমন মানুষ কম।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চি দা’ ছবিটিতে, খল চরিত্রের জন্য তিনি পুরস্কৃত হন। ২০১৭ এ ‘মাছের ঝোল’ ছবিটির জন্য সেরা অভিনেতা এবং ২০১৯ এ ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পান। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ স্বল্প দৈর্ঘ্যের ছবির জন্য, সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মানে ভূষিত হন ঋত্বিক।

‘শ্রীকান্ত’ কে আধুনিকতার ছোঁয়ায় উজ্জীবিত করেন ঋত্বিক।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ এর নস্টালজিয়াকে কাজে লাগিয়ে, প্রদীপ ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিটিতে অভিনয় করেছিলেন অভিনেতা। বলা বাহুল্য, শ্রীকান্তের ভূমিকায় তাঁকে যথাযথ মানিয়েছিল।

ছন্নছাড়া, বাউন্ডুলে, ক্ষ্যাপাটে ‘ডিফেক্টিভ’ থুড়ি, ‘ডিটেকটিভ’ ক্রাইমথ্রিলার ‘গোরা’ তে নামভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সংস্কৃতি মহলে।

ব্যাক্তিগত জীবনেও বেছে নিয়েছেন পছন্দের সঙ্গিনীকে। ২০১১ সালে তিনি বিবাহ করেন তাঁর সহ অভিনেত্রী, অপরাজিতা ঘোষ দাসকে। স্ত্রী ও পুত্র সহযোগে ঋত্বিকের এখন ভরাট সংসার।

Scroll to Top