• Please enable News ticker from the theme option Panel to display Post

LIC পলিসির সব তথ্য এক জায়গায়, সেভ করে নিন এই নম্বরটি। কি কি সুবিধা পাবেন জানুন।

LIC পলিসির সব তথ্য এক জায়গায়, সেভ করে নিন এই নম্বরটি। কি কি সুবিধা পাবেন জানুন।

লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া সংস্থায়(LIC) অনেক ভারতীয়রা নিজেদের জীবন বীমা করিয়ে রাখেন। বিভিন্ন সরকারি এবং বেসরকারি জীবন বীমা পলিসি গুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক উপায় হল LIC, এখানে বিভিন্ন রকম পলিসি কেনার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য। মাসিক, ত্রৈমাসিক, সান্মাসিক, বার্ষিক বিভিন্ন উপায়ে গ্রাহকরা তাদের পলিসির টাকা জমা করতে পারেন এখানে।

ভারতের সবথেকে জনপ্রিয় জীবন বীমা সংস্থাগুলির মধ্যে এলআইসি সবথেকে বেশি জনপ্রিয়। জনপ্রিয়তার নিরিখে শীর্ষে থাকলেও গ্রাহকদের মধ্যে অনেক অভিযোগ রয়েছে এলআইসির বিভিন্ন রকম নিয়মকানুন, পলিসি এবং অন্যান্য বিষয় নিয়ে। গ্রাহকদের মধ্যে এলআইসি সংক্রান্ত যে সমস্ত অভিযোগগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি অভিযোগ হল গ্রাহকরা জানতে পারেন না কবে পলিসির টাকা জমা করতে হবে। টাকা জমা দেবার নির্দিষ্ট দিন থাকলেও কাজের চাপে অনেকেই সেটা ভুলে যান এবং সংস্থার থেকে কোনরকম রিমাইন্ডার বা নোটিফিকেশন দেওয়া হয় না।

এই জীবন বিভাগ সংস্থার শাখায় গিয়ে টাকা জমা করার ক্ষেত্রেও গ্রাহকের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়।

এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য নতুন একটি উপায়ের কথা ভেবেছে লাইফ ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া সংস্থা। গ্রাহকদের বিভিন্ন সমস্যা এবং অভিযোগের কথা মাথায় রেখে সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে একটি নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরটি সেভ করে রাখলেই আপনারা অনেক সুবিধা পেতে চলেছেন আগামীতে।

নম্বরটি হলো: 8976862090

এই নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলআইসি সংক্রান্ত পরিষেবা নেওয়ার জন্য গ্রাহকদের প্রথমে এলআইসি এর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার করতে হবে।।

অফিসিয়াল ওয়েবসাইট:

https://www.licindia.in

আপনারা সরাসরি whatsapp নাম্বারটিতে মেসেজ করে ও রেজিস্টার করতে পারেন। এই নম্বরে কিছু লিখে পাঠালে সেখান থেকে আপনাকে একটি লিংক পাঠানো হবে রেজিস্টার করার জন্য। সেই লিংকে কি আপনার পলিসি নাম্বার, আপনার নাম, জন্মতারিখ, মোবাইল নাম্বার, ইমেল, প্যান কার্ড, পাসপোর্ট নাম্বার ইত্যাদি দিলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এরপর whatsapp থেকে আপনারা এলআইসি এর পলিসি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি জেনে নিতে পারবেন এবং কবে পলিসি এর টাকা জমা দিতে হবে সেই তারিখ সম্পর্কেও আগেভাগে জেনে নিতে পারবেন । টাকা জমা দিতে ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া গ্রাহকেরা ভবিষ্যতে আরো বিভিন্ন রকম সমস্যার থেকে মুক্তি পাবেন। কোনরকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলেও হোয়াটসঅ্যাপ নম্বরটি থেকে আপনাকে সাহায্য করা হতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *