Jio 5G-র জন্য কত খরচ বাড়তে পারে গ্রাহকদের? কি কি জানা যাচ্ছে, দেখুন।

ভারতে চালু থাকা টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি সংস্থা হল মুকেশ আম্বানির জিও সংস্থা। মুকেশ আম্বানি জানিয়েছেন, এই বছরের ডিসেম্বর পর্যন্ত গোটা দেশের রিলায়েন্সের 5G পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে রিলায়েন্স সংস্থা। ইন্ডিয়া তোদের একটি প্রতিবেদন অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে রিলায়েন্সের পোস্টপেইড এবং প্রিপেইড প্ল্যান সামনে আসতে পারে।

সরকারিভাবে এখনো কোনো কিছু না জানানো হলেও শোনা যাচ্ছে যে রিলায়েন্স জিওর ৫জি পরিষেবা পেতে গেলে সাবস্ক্রিপশন করতে হবে গ্রাহকদের আর সাবস্ক্রিপশনের জন্য আলাদা চার্জ গুনতে হতে পারে।

বর্তমানে রিলায়েন্স জিওর একটি ৬১ টাকা রিচার্জ প্ল্যান রয়েছে, এতেও 5G পরিষেবা পান গ্রাহকরা। আবার ২২৯ টাকাতেও একটি প্ল্যান রয়েছে। সব পরিমাণ অর্থতেই বর্তমানে 5G পরিষেবা পান গ্রাহকরা। তবে এবার সরাসরি এয়ার ফাইবারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

গত সোমবার রিলায়েন্স জিও Air জিও ফাইবারের ঘোষণা করেছে। এটি একটি পোর্টেবল ডিভাইস, কোনরকম তার এই ডিভাইসে থাকবে না। এই ডিভাইসটি সম্পূর্ণই তার বিহীন হবে এবং এখান থেকে সরাসরি ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে। এই ডিভাইসে থাকছে একটি 5G এন্টেনা। এর মাধ্যমে গ্রাহকরা উচ্চ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। শোনা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে এক জিবি পর্যন্ত স্পিড থাকবে এই ডিভাইসটিতে। বাড়ির পাশাপাশি অফিসেও ইন্টারনেট ব্যবহার করার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা যাবে। পরিষেবা যখন ভালো হবে, তখন আশা করে নেওয়াই যাচ্ছে যে, গ্রাহকদের খরচ অনেকটাই বেড়ে যাবে।

দেশের অনেক প্রান্তে বিশেষ করে গ্রামের দিকে বর্তমানে ইন্টারনেট পরিষেবা নেই। সেখানেও এই ডিভাইসটি কাজ করবে। কারণ এই ডিভাইসটির জন্য আলাদা করে তার এর প্রয়োজন হবে না, মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে এই ডিভাইসটির মাধ্যমে। সেই হিসেবে বলা যেতে পারে আগামী এক বছরের মধ্যে দেশের অনেক গ্রাম এখনকার তুলনায় অনেক উন্নত হতে চলেছে।

Scroll to Top