• Please enable News ticker from the theme option Panel to display Post

অভিনয় কোনও বিলাসিতা নয়, বরং অভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা তুলে ধরতে চান রানী মুখার্জী

অভিনয় কোনও বিলাসিতা নয়, বরং অভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা তুলে ধরতে চান রানী মুখার্জী

২৭ বছরের রাজত্ব। বলিউডে এই দীর্ঘ বছর ধরে দাপটের সঙ্গে দর্শকের মন জয় করে চলেছেন বঙ্গ তনার রানী মুখার্জি (Rani Mukerji)। প্রথমদিকে একেবারে ‘টিপিকাল’ মূল ধারার বাণিজ্যিক ছবিতেই তাঁকে নায়িকা হিসেবে দেখা যেত। কিন্তু কালের স্রোতে রানী পরিবর্তন করেছেন আর অভিনয়ের ‘টেকনিক’। বেছে নিচ্ছেন অন্য ধারার চরিত্র। অভিনয় করা তাঁর কাছে বিলাসিতা নয়, বরং এই অভিনয়ের মাধ্যমেই তিনি সমাজের সকল স্তরে পৌঁছে যেতে চান, বিশেষ বিশেষ এবং বিবিধ সামাজিক বার্তা (Social Massage) নিয়ে।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল রানী মুখার্জির ছবি ‘মারদানি’
(Mardaani)। এই ছবিতে দাপুটে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রানী। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এই চরিত্র পর্দায় সাবলীল ভাবে ফুটিয়ে তুলে দর্শকদের মনে দাগ কাটেন অভিনেত্রী। ‘মারদানি’র আগে কোনও ছবির সিক্যুয়েলে অভিনয় করেননি তিনি। পাঁচ বছর পর যখন ‘মারদানি ২’ মুক্তি পায়, তখন রানী যথেষ্ট চিন্তিত ছিলেন। কিন্তু শিবানীর মত চরিত্রে অভিনয় করাও আবার তাঁর জন্য উপভোগ্য ছিল। পর্দায় পুনরায় শিবানী রায়ের মত দাপুটে চরিত্রকে প্রতিষ্ঠিত করা তার পক্ষে অন্যতম চ্যালেঞ্জের বিষয় ছিল। কিন্তু সেখানেও রানী রাজ করে নেন সীনেপ্রেমীদের হৃদয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানী তাঁর অভিনীত চরিত্রদের প্রসঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। তিনি জানান ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway) ছবিতে দেবিকা চ্যাটার্জির মতো এক অদম্য জেদি মায়ের সংগ্রাম হোক কিংবা ‘ মারদানি’র মত একজন দাপুটে পুলিশ অফিসার শিবানী রায়, এই ধরনের চরিত্র তাঁর বেশ কাছের। তিনিও অনুগামীদের মত অপেক্ষা করছেন ‘মারদানি ৩’ এর শুটিংয়ের জন্য। যখনই শুনবেন এই ছবির প্রেক্ষাপট প্রস্তুত, তখনই রানী পুরো দমে উঠে পড়ে রাখবেন। সমাজকে সামাজিক বার্তার মাধ্যমে সচেতন করার লক্ষ্যই রানীর বক্তব্যে প্রকাশ পেয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *