মন কেমনের স্মৃতি বিজড়িত একটি ছাদের গল্প বলবে, শ্রীলেখা মিত্রর ‘এবং ছাদ’ ছবিটি

‘ছাদ’, উচ্চারণে এক সেকেন্ড সময় না নিলেও, ক্ষুদ্র এই শব্দবন্ধটি অসীম ক্ষমতার অধিকারী। এই শব্দটিই বহন করে চলেছে দিনের পর দিন ধরে কালের প্রবাহ। এই শব্দটিই নিজের মধ্যে সাজিয়েছে স্মৃতির পাহাড়। এমনই এক জীবনের বিভিন্ন পর্যায়ে সাক্ষী থাকা ছাদের গল্প বলবে শ্রীলেখা মিত্র প্রযোজিত, পরিচালিত এবং অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’।

ছবিটির ট্রেলারে দেখা যায়, একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়েই কিভাবে সাক্ষী থেকে যাচ্ছে তাঁর বাড়ির ছাদ! শৈশবের টলমল পায়ে বল খেলা হোক, কিংবা সদ্য যৌবনে পা দেওয়া কিশোরীর লাজুক চোখে একটিবার প্রেমিককে দেখতে চাওয়ার আকুতি! অথবা সেই কিশোরীরই সংসারী জীবনে প্রবেশের পর সাংসারিক বিষাদ, এমনকি বর্ধ্যকে একাকীত্বের সম্বল! সবকিছুর গল্প খোপে খোপে ভরাট হয়ে থাকছে এই ছাদের। আর কেউ হোক বা না হোক, ছাদই হল জীবনের চলার পথের সঙ্গী।

ছাদ

শ্রীলেখা মিত্রের অভিনয় দক্ষতা নিয়ে বলার ধৃষ্টতা নেই। কিন্তু তাঁর মননশীলতাও যে প্রশংসার যোগ্য সে কথাও প্রামনিত হল। তাঁর এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি সম্প্রতি নন্দন তিনে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছিল। আর তাতেই বেজায় উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী।

Scroll to Top