শুধু বয়স না, মানসিক দিক দিয়ে বৈপরীত্য আছে এমন দুই চরিত্র নিয়ে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। চরিত্র দুটিতে অভিনয় করছেন, ‘ভজ
গোবিন্দ’, ‘কি করে বলব তোমায়’ খ্যাত অভিনেত্রী স্বস্তিকা দত্ত, এবং বিপরীতে ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত অভিনেতা শুভঙ্কর সাহা।

বনগার এক নিম্ন মধ্যবিত্ত বাড়ির প্রাণোচ্ছল মেয়ে, ঝিলমিল। বলা বাহুল্য, তিনি গল্পের নায়িকা। নামের মতই তাঁর স্বভাব ফুরফুরে। বাবার আদরের হলেও, মায়ের শাসনাধীন। আর রয়েছে তাঁর ছোট্ট ভাই। বাবার মতে, ঝিলমিলের মত লক্ষ্মী মেয়ে, সেই তল্লাটে আর নেই! এবং এই কথাতেই বাধ সাধেন, ঝিলমিলের মা। লক্ষ্মী হলেও ঝিলমিল দুরন্ত, স্বাধীন এবং স্বতন্ত্র। তাই মায়ের মনঃপুত হয় না তাঁর আচার আচরণ।

নিয়মের ঘেরাটোপ ঝিলমিলকে বাঁধতে পারে না! সে চায়, স্বাধীনতার উদার আকাশে, মুক্তির ডানায় ভর করে উড়ে যেতে। অপরদিকে শুভঙ্করের চরিত্রটি একটি সম্ভ্রান্ত পরিবারের রাশভারী, ব্যাক্তিত্বপূর্ন চরিত্র। আরও একটি গুরুতর ব্যাপার, তিনি তাঁর পরিবারের কর্তা। পুত্র, পুত্রবধূ থাকলেও, তাঁর স্ত্রী বিয়োগ ঘটেছে। গাম্ভীর্য এবং কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবনই তাঁর মূল মন্ত্র। তাই তিনি পছন্দ করেন না নিয়ম বিরুদ্ধ আচার বিচার। ঘটনাচক্রে ঠিক তাঁর অপছন্দের এক পরিস্থিতিতেই পরিচয় ঘটে ঝিলমিলের সঙ্গে। কিভাবে তাঁদের শারীরিক, তথা মানসিক দূরত্ব ঘুচে আত্মিক সম্পর্ক গঠন হবে, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। ১২ ডিসেম্বর থেকে রাত সাড়ে নটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।
