দিন কয়েক আগে ছিল বড়দিন। আর বড়দিন মানেই উপহারের ডালি ভরে থাকার দিন। এই দিনকে কেন্দ্র করে অনেক তারকাও দিয়ে থাকেন বিশেষ বিশেষ চমক। কখনও কেউ জানান কারুর আসন্ন ছবির কথা, কেউ বা প্রকাশ করেন কোনও নতুন বই। অভিনেত্রী ইশা সাহা, তথা হইচই ওটিটি প্ল্যাটফর্মও এই দিনের সৎ ব্যবহার করলেন। বহু আকাঙ্খিত, এবং বহু প্রতীক্ষিত রহস্য সিরিজ ‘ইন্দু’র দ্বিতীয় ভাগ আসতে চলেছে আগামী বছরের প্রথম দিকে। এই খবর ঘোষনা হওয়া মাত্রই সিনেমা প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। বড়দিনে এমন বড় উপহার বোধ হয় তাঁরা মেঘ না চাইতেই বৃষ্টি হিসেবে পেয়েছেন।
এখন শীতকাল। এই সময় মানুষ নানা রকম আমেজে মেতে থাকেন। সেই আমেজকে আরও জমিয়ে দিতে যেন, রহস্য গল্পের জুড়ি মেলা যেন ভার। তাই বেশিরভাগ গোয়েন্দা গল্পই পরিচালকেরা শীতকালে প্রকাশ করেন। তাতে যেমন উত্তেজনা বৃদ্ধি পায়, তেমনই বৃদ্ধি পায় শিহরণ। তার ওপর ২০২৩ এর জানুয়ারি আরও জমে উঠতে চলেছে। কারণ বহু প্রতীক্ষিত ‘ইন্দু ২’ (Indu 2) অবশেষে মুক্তি পেতে চলেছে হইচই প্ল্যাটফর্মে। যার জন্য সকল ওয়েব সিরিজ প্রেমী রা এতদিন দিন গুনে গেছেন। ‘সোয়েটার’ খ্যাত অভিনেত্রী ইশা সাহা অভিনীত এই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অন্যতম জনপ্রিয় এবং সাড়া জাগানো উপস্থাপনা।
এই বছরেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পায় থ্রিলার ওয়েব সিরিজ ‘ইন্দু’। মুখ্য ভূমিকায় ইশা সাহা। ওয়েব সিরিজটির পরতে পরতে রয়েছে রহস্যের বুনন। এক সম্ভ্রান্ত, বনেদী বাড়ির বিবাহযোগ্যা কন্যা ইন্দ্রানী। পরিচিত মহলে তিনি পরিচিত ইন্দু হিসেবে। বিবাহের পূর্বেই তাঁকে সম্মুখীন হতে হয় নানা অশুভ ইঙ্গিতের। যেই ইঙ্গিত ভরে থাকত নানা আজগুবি ঘটনার দ্বারা। যেন এই বিবাহ না করবার ইঙ্গিত হিসেবে একটার পর একটা অঘটন ঘটতে থাকে ইন্দুর জীবনে। কখনও তত্বে মাছের পেটে বিষ পাতা পাঠানো, কখনও বা নতুন বউয়ের পায়ে ছুঁচ ফোঁটা! বিয়েকে কেন্দ্র করে একের পর এক বাধা, এবং সেই বাধা থেকে রহস্য ঘনীভূত হয় ইন্দুর জীবনে। যে রহস্য নতুন সংসারে গিয়েও তাঁর জীবনে পিছু তো ছাড়লই না, উপরন্তু আরও প্রকট হয়ে ওঠে। প্রতি মুহুর্তে বিপদ হাতছানি ইন্দুর নতুন সংসারে। কিন্তু কিসের সেই ইঙ্গিত, কিভাবেই বা করবে ইন্দু রহস্যমোচন, সেই আভাসটুকু নিয়ে ‘ইন্দু’র প্রথম ভাগ মুক্তি পেয়েছিল। আর তার পর থেকেই এই রহস্যের কিনারায় আসার জন্য দর্শক দিন গুনেছেন এই ওয়েব সিরিজের পরবর্তী ভাগের।
দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষা করা দুষ্কর হয়ে উঠেছিল এই ওয়েব সিরিজের ভক্তদের কাছে। হইচইয়ের ষষ্ঠ বর্ষপূর্তির সময় বেশ কিছু আসন্ন কাজ নিয়ে ঘোষনা করা হয়। সে সময় উঠে আসে ‘ইন্দু ২’ এর প্রসঙ্গ। দর্শক যেন হাঁফ ছেড়ে রেহাই পান। এই সিরিজে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন মানসী সিনহা, পায়েল দে, মানালি দে, সুহোত্র মুখোপাধ্যায়, ছোট পর্দার জনপ্রিয় মুখ চন্দ্রনীভ মুখোপাধ্যায় প্রমুখ।