চলে এলো উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্টিক্যালের রুটিন। আর চলেই এলো তাহলে পরীক্ষা।

উচ্চমাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত। তাতে বোঝায় যাচ্ছে যে উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা আগত। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। কী আছে এই বিজ্ঞপ্তিতে? আসুন দেখা যাক!
গত বুধবার সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশ দেওয়া হয়েছে আর তাতে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্টিক্যাল পরীক্ষা (Practical Exams) নিয়ে নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাওয়া নম্বর যোগ হবে চূড়ান্ত পরীক্ষার রেজাল্টে। জানানো হয়েছে যে, আগামী ৫ই ডিসেম্বর,২০২৩ থেকে উচ্চমাধ্যমিকের প্রাক্টিক্যাল শুরু হবে সব স্কুলে এবং তা ২১শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। সংসদ থেকে প্রাক্টিক্যাল পরীক্ষার (Practical Exams) প্রশ্নপত্র প্রতিটি স্কুলে ২৩শে নভেম্বরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।


নির্দেশিকায় আরো বলা হয়েছে যে, প্রতিটি স্কুলকে অবশ্যই ২৩ তারিখের মধ্যেই সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে শিক্ষার্থীদের প্রাক্টিক্যালের পরীক্ষার মার্কস ফয়েলের হার্ডকপি (Foil Hardcopy) এনে জমা দেওয়া বাধ্যতামূলক (Mandatory)! প্রাক্টিক্যালের খাতা স্কুলেই সঠিকভাবে সংগ্রহ করতে হবে।
যাঁরা আগেরবার উচ্চমাধ্যমিক প্রাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু মূল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের এ’বছর শুধুমাত্র মূল পরীক্ষা দিলেই হবে। গতবারের নম্বরই যোগ হবে রেজাল্টে। অন্যদিকে শিক্ষকমহলের দাবি, গত দু’বছর কোভিড (Covid) সংক্রমণের জন্য স্কুল বন্ধ ছিলো ও তাই ক্লাস হয়নি। যেই কারণে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা তখন হয়নি তবে এবারের পরীক্ষা নেওয়া হবে পূর্ণাঙ্গ সিলেবাসেই। এইক্ষেত্রে পরীক্ষা এভাবে এগিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের অসুবিধা হবে বলে তাঁরা মনে করেন।
প্রসঙ্গত, আগামীবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) শুরু হবে ১৪ই মার্চ,২০২৩ ও শেষ হচ্ছে ২৭শে মার্চ,২০২৩ তারিখ। সকলের পরীক্ষা ভালো হোক, শুভ হোক সবকিছু এই প্রার্থনা থাকলো।

Scroll to Top