দিনে মাত্র কিছু সময় এক্টিভ থেকে ভিডিও, ছবি দেখলেই এক লক্ষ টাকা আয়ের সুযোগ দিচ্ছে এই অ্যাপ।

বর্তমানে আমরা সকলেই প্রায় মোবাইল ব্যবহার করি। 4G সকলের হাতের মুঠোতেই। মোবাইল ব্যবহার করে আমরা সোশ্যাল মিডিয়া (Social media), গেম ইত্যাদি ব্যবহার করলেও মোবাইল থেকে টাকা ইনকাম (How to earn from smartphone) করার উপায় আমরা বেশিরভাগই জানিনা।

বর্তমানে অনেক অ্যাপ রয়েছে যেগুলি ইউজ করে আপনি বিনামূল্যে রিচার্জ থেকে শুরু করে আসল ক্যাশ, ক্যাশব্যাক ইত্যাদি অনেক কিছু পেতে পারেন।

এমনই একটি অ্যাপ হলো “Sharechat” !

এই ধরনের বেশিরভাগ অ্যাপ যেহেতু আসল টাকা দেয় সেই জন্য এদের ডুপ্লিকেট অনেক অ্যাপ মার্কেটে পাওয়া যায়। যেগুলো আদতে ফেক। আপনি প্লে স্টোরে নরমাল সার্চ করলেও একই নামের অনেক রকম অ্যাপ দেখতে পারবেন। কিন্তু একমাত্র আসল অ্যাপ থেকেই আপনি ইনকাম করতে পারবেন এবং বাকিগুলি থেকে আপনার ডাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

SHARECHAT APP DOWNLOAD LINK:

https://sharechat.onelink.me/3i9Y/gwo7mc4f

উপরের লিংকে ক্লিক করে আপনি সরাসরি play Store এ চলে যাবেন, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

Sharechat অ্যাপ টাকা দেয় কেন?

কিছু কিছু অ্যাপ মার্কেটে নিজেদের বিজনেস বাড়ানোর জন্য ইউজারদের আসল ক্যাশ দিয়ে থাকে। নতুন ইউজাররা যাতে অ্যাপ জয়েন করে সেদিকেও খেয়াল রাখা হয় এই টেকনিক ইউজ করে। যখন অ্যাপটির মার্কেট খুব ভালো হয়ে যায় তখন তারা এই অফারটি তুলে নেয়।

Sharechat থেকে কিভাবে ইনকাম করা যায়?

ওপরের লিংকটি থেকে অ্যাপটি ডাউনলোড করার পর আপনার নাম্বার থেকে রেজিস্টার করুন। এছাড়া অন্য কোন ডকুমেন্ট দরকার হয় না। আপনি অ্যাপটি ডাউনলোড করার পরে প্রতিদিন ব্যবহার করুন, বিভিন্ন অফার এবং ”রেফার এবং আর্ন ” অপশন খুলে যাবে।

ShareChat থেকে ১ লক্ষ টাকা পাবেন সত্যিই?

আপনি যদি আপনার রেফার করার লিঙ্ক দিয়ে একদম নতুন দুজনকে অ্যাপ জয়েন করাতে পারেন তাহলে অ্যাপ থেকে আপনাকে ১ লক্ষ টাকা অব্দি উপহার দিতে পারে। তবে বাস্তবে আপনি এক লাখ টাকা অবশ্যই পাবেন না, কারণ এখন অব্দি কেউ পায়নি। তবে আপনি মোটামুটি বেশ মোটা অংকের টাকা পেতে পারেন। এবং পরবর্তীতে রোজ কিছু না কিছু টাকা পাবেন।

Sharechat অ্যাপ এর বিষয় কি? কি আছে এতে?

যেভাবে আমরা ফেসবুক ব্যবহার করি এই অ্যাপটিও অনেকটি সেরকম। এখানে আপনি ইউজারদের পোস্ট করা ভিডিও এবং ছবি দেখতে পারবেন তাতে লাইক, কমেন্ট এবং শেয়ার ও করতে পারবেন।

Sharechat ভালো নাকি FACEBOOK ভালো?

প্রতিটি অ্যাপের নিজস্ব অ্যালগরিদম আলাদা। তবে শেয়ার চ্যাট অ্যাপের একটি সুন্দর বিষয়বস্তু রয়েছে। ফেসবুকে আপনার পাঁচ হাজার বন্ধু থাকা সত্বেও আপনার হয়তো পোস্ট দেখতে পায় হাতে গোনা ১০০ থেকে ২০০ জন। তবে শেয়ার চ্যাট অ্যাপে আপনার মাত্র চার-পাঁচ জন ফলোয়ার থাকলেও , আপনার পোস্ট ১ থেকে ২ হাজারের বেশি লোক দেখতে পেতে পারে।

তাহলে আর দেরি করছেন কেন? ওপরে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং আজ থেকেই উপার্জন শুরু করে দিতে পারেন। আপনি নরমাল প্লে স্টোর সার্চ করেও অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তবে সে ক্ষেত্রে ভালোভাবে রিভিউ, রেটিং দেখে, আসল অ্যাপ কিনা বুঝে তবেই ডাউনলোড করবেন।

Scroll to Top