কর্মীদের পরিশ্রমকেই সফলতা মেনে একেবারে ৫০ মাসের বোনাস দিয়ে নজির গড়লো এই সংস্থা। জানুন বিস্তারিত।

অতিমারী অর্থাৎ করোনার সময়কালে দীর্ঘদিন কর্মসংস্থান বন্ধ থাকার দরুন অর্থনৈতিক সমস্যা হয়েছে নিত্যদিনের সঙ্গী। নিত্যদিন কর্মী ছাঁটাই করছে বিভিন্ন সংস্থা এখনো। তাতে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় পঞ্চাশ মাসের বোনাস দিয়ে নজির গড়লো এক সংস্থা! কোন সংস্থা? এদেশীয় সংস্থা নয় বরং বিদেশি সংস্থা অর্থাৎ তাইওয়ানের একটি সংস্থা।
বিগত বছরের মুনাফার জন্য কর্মীদের মুনাফার জন্য চার বছরের বেতন দেওয়া হয়েছে সেই সংস্থাতে। তাইওয়ানের (Taiwan) এভারগ্রিন মেরিন কর্প (Evergreen Marine Corp.) সংস্থা থেকে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হলো একটি জাহাজ সংস্থা। ২০২২ সালের মুনাফা অর্জন হিসেবে কর্মীদের পঞ্চাশ মাসের বেতন হাতে ধরিয়েছে তাঁরা। তাইওয়ান থেকে সেই দেশের নিয়োগচুক্তি মেনে যাঁদের নিয়োগ করা হয়েছে শুধু তাঁদেরই এই বোনাস দেওয়া হচ্ছে।


এভারগ্রিনের এমন পদক্ষেপ নেওয়ার দরুণ জাহাজ ব্যবসার বর্ধিত রূপই ফুটিয়ে তোলা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিগত দুই বছরে জাহাজ ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। অতিমারীর জেরে বিভিন্ন দেশে নানা পণ্যের চাহিদা বেড়েছে আর তাতেই এই সাফল্য। বিগত বছরে অর্থাৎ ২০২২ সালে ব্যবসার মুনাফা বেড়ে ২০৭০ কোটি ডলারের কাছাকাছি হয়েছে বলে জানা যাচ্ছে যা অনেক বেশি।


২০২১ সালেও একবার শিরোনামে উঠে এসেছিলো এই সংস্থা, এভারগ্রিন মেরিন কর্প! তবে সেবার যদিও আলাদা কারণ ছিলো। সুয়েজ খালে তাদের একটি জাহাজ আটকে যাওয়াতে খবরের শিরোনামে এসেছিল এই কোম্পানি। তবে এই প্রথম কোনো কোম্পানিতে এমন নজির। যাতে কর্মীরা যারপরনাই খুশি! খুশি হবেন না বা কেন? বেতবের পাঁচ থেকে আটগুন বেশি টাকা যদি হাতে ধরানো হয় তাহলে তো খুশি হবারই কথা! পার্শ্ববর্তী সাংহাই-এর কোম্পানিগুলোতে কিন্তু এরকম ভাবে বেতন বাড়ানো হয়নি। এতে সেখানকার কর্মীরা হতাশ।


এমন বিরল নজির গড়ে তুলে তাইওয়ানের এই সংস্থা এভারগ্রিন মেরিন কর্প বাকি সমস্ত সংস্থা ও পার্শ্ববর্তী বাকি দেশগুলির জন্য এক উদাহরণ গড়ে তুলেছে। আগামী দিনে পার্শ্ববর্তী অনেক দেশেই এমন নজির দেখতে পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে!

Scroll to Top