দুই জওয়ানের ঝাঁপ কলকাতার বহুতল থেকে! এক অচেনা দৃশ্যের সাক্ষী শহরবাসী

“সব খেলার সেরা বাঙালির, তুমি…”? শব্দটি এইখানে অনুপস্থিত থাকলেও, আপনারা কিন্তু ইতিমধ্যেই লাইনটি পড়ার সঙ্গে উচ্চারণ করে নিয়েছেন! ফুটবল! বাঙালির দৈনন্দিন যাপনে, এই মধুর শব্দটি অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। ফুটবল প্রেমী বাঙালিরা কী না করতে পারে ফুটবলের জন্য! তাই তো গত মঙ্গলবার সারা শহর এক অদ্ভুত, অচেনা দৃশ্যের সাক্ষী থাকল!

কী সেই দৃশ্য? গত মঙ্গলবার কলকাতার ময়দানের বিখ্যাত বহুতল, The 42 হল যেন এই ঘটনার অন্যতম মূল প্রোটাগনিষ্ট। ময়দানে উপস্থিত শহরবাসীর হঠাৎ নজরে পড়ে, The 42 বহুতলটি থেকে লাফ দিচ্ছেন দুজন মানুষ! প্রাথমিক ভাবে তাঁরা হতম্ভব হলেও, সেকেন্ড কয়েকের মধ্যেই ঘটনাটি খানিক হলেও অবগত করে ফেলেন। দেখা যায়, ঝাঁপ দেওয়ার কিছু মুহূর্তের মধ্যেই সেই ব্যক্তি যুগল তাঁদের পোশাকের সঙ্গে যুক্ত প্যারাসুটকে উন্মুক্ত করে তোলেন। যার ফলে হওয়ায় ভাসতে ভাসতে, নিরাপদে প্রায় এক মিনিট পর তাঁরা সমতলে উপনীত হন। এমন দৃশ্যের পরিণতি দেখে, আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হতে থাকে।

কিন্তু কেন ঘটালেন তাঁরা এমন ঘটনা? কীই বা তাঁদের পরিচয়? আসলে যে দুজন ব্যক্তি ঘটনার মুখ্য কেন্দ্রে, তাঁরা আসলে সাধারণ কেউ নন। বলা বাহুল্য, তাঁদের উদ্দেশ্যও সাধারণ কিছু নয়। তাঁরা হলেন অবসর প্রাপ্ত দুই জওয়ান। লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভর্মা (Satyendra Verma) এবং ক্যাপ্টেন কমল সিংই (Kamal Singh) হলেন কলকাতাবাসীকে রীতিমত চমকে দেওয়ার সেই ‘কালপ্রিট’ যুগল। আসলে আসন্ন ডুরাণ্ড কাপের (Durand Cup) প্রচারের জন্য তাঁরা নিয়েছিলেন এমন অভিনব পদক্ষেপ। আগামী ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ফুটবলের অন্যতম মহাযজ্ঞ, ডুরাণ্ড কাপ। এই খেলার প্রচারের জন্য মঙ্গলবার ময়দান এলাকায় আয়োজিত হয়েছিল বিশেষ কিছু অনুষ্ঠান। সেই উপলক্ষ্যেই The 42 থেকে ‘বেস জাম্পিং’ এর আয়োজন করা হয়। বলতে বাকি রাখে না, এই অভিনব দৃশ্য আক্ষরিক অর্থেই কলকাতাবাসী কলকাতায় কখনও চাক্ষুষ করেনি। তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনা যেমন কলকাতার বুকে এক বিশেষ নজির সৃষ্টি করল, তেমনই তিলোত্তমার বুকে অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে খোদাই হয়ে থাকল!

Scroll to Top