শ্রীকান্ত আচার্যের তত্ত্বাবধানে নবরূপে ‘বাল্মিকী প্রতিভা’, ৬ জুলাই রবীন্দ্র সদনে সাক্ষী হন আপনিও

বাংলা সঙ্গীত জগতের অন্যতম ভিত শ্রীকান্ত আচার্য (Srikanta Acharya)। যাঁর আবেগী কণ্ঠ মুগ্ধ করে আসছে শ্রোতাদের। রবীন্দ্র সঙ্গীত হোক বা আধুনিক, যে কোনও ধাঁচের গানেই তিনি সাবলীল। সঙ্গীত সাধক এই শিল্পী, গত ২০২১ সালে তাঁর মতই সঙ্গীত সাধকদের জন্য এক উদ্যোগ নেন। তাঁর তত্বাবধানে প্রতিষ্ঠিত হয় একটি সঙ্গীত প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের নাম ‘আরোহ’ (Aroho)। বিভিন্ন বয়সী, বিভিন্ন প্রান্তের মানুষ এখানে যোগদান করে মেতে ওঠেন সুরের সাধনায়। হাল ধরেছেন স্বয়ং শ্রীকান্ত আচার্য। খুব শীঘ্রই এই প্রতিষ্ঠানের দু বৎসর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ আয়োজন করা হচ্ছে। আগামী ৬ জুলাই, বৃহস্পতিবার, রবীন্দ্র সদনে আয়োজিত হবে এই অনুষ্ঠান।

‘আরোহ’ সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রের দুই বছরের প্রতিষ্ঠান দিবস উপলক্ষ্যে কেন্দ্রবিন্দু হয়ে উঠবে রবীন্দ্র-স্মরণ। গানে গানে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রশিক্ষণ কেন্দ্রের উদীয়মান শিল্পীরা। তাছাড়াও মূল আকর্ষন হিসেবে থাকবে নবরূপে ‘বাল্মিকী প্রতিভা’। শ্রীকান্ত আচার্য এবং আর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্না শিলের পরিচালনায় পরিবেশিত হবে এটি। নবরূপে নির্মিত এই পরিবেশনার নামকরন করা হয়েছে ‘উত্তরণ’। এই নৃত্য নাট্যে অংশগ্রহন করবে সঞ্চারী কলাকেন্দ্র এবং কলকাতা সংভেদের কলাকুশলীরা।

আগামী ৬ জুলাই, মাত্র দেড়শো টাকার বিনিময় এক স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী হতে পারবেন আপনিও। সন্ধ্যে ছয়টা বেজে তিরিশ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। ‘আরোহ উৎসব’ নামের এই অনুষ্ঠানের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রখ্যাত গায়িকা শ্রাবণী সেন থেকে শুভমিতা ব্যানার্জি, জয়তী চক্রবর্তী থেকে বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সকলেই উৎসাহী শ্রীকান্ত আচার্যের এই সফরের সফর সঙ্গী হয়ে ওঠবার আশায়।
‘আরোহ’ এর এই বিশেষ দিনে আপনার উপস্থিতি এবং উৎসাহ প্রদান, সকল আগামীর শিল্পীদের জীবনের পাথেয় হয়ে থাকবে। সে হেতু আপনার উপস্থিতি একান্ত কাম্য।

Scroll to Top