স্লো ইন্টারনেট?জেনে নিন কোন কোন উপায়ে বাড়াতে পারবেন মোবাইল ইন্টারনেটের স্পিড।

ইতিমধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা চালু করেছে জিও (Jio) এবং এয়ারটেল (Airtel)। এই 5G মোবাইল নেটওয়ার্ক এর স্পিড 4G LTE থেকে ২০-৩০ গুণ বেশি বলেই দাবী করে টেলিকম কোম্পানিগুলি।তবে এই 5G-র যুগেও আপনি ধীর গতির ইন্টারনেট স্পীডের সম্মুখীন হতে পারেন। প্রয়োজনের সময় নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হলে ভীষণ অসুবিধায় পড়তে হয় ব্যবহারকারীদের। আসুন জেনে নিই এমন কিছু উপায় আছে যেগুলির মাধ্যমে খুব সহজেই বেড়ে যেতে পারে ইন্টারনেটের স্পীড।

১) ফোন রিস্টার্ট : ইন্টারনেটের গতি বৃদ্ধি করার সবচেয়ে সহজ উপায় হলো ফোন রিস্টার্ট করা। কারণ মোবাইল রিস্টার্ট করার পর ডিভাইসটি নতুন নেটওর্য়াক সার্চ করে, ফলে মোবাইল নেটওয়ার্কের স্পিড বৃদ্ধি পায়। তাছাড়া মোবাইল ডেটা অফ করে আবার পুনরায় অন করলেও ইন্টারনেট স্পীড বাড়তে পারে।

২) অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট :এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। মোবাইলের সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিলে নেটওর্য়াক স্পিড বাড়তে পারে।

৩)মোবাইলের ফ্লাইট মোড অন :ফোনের ফ্লাইট মোড অন-অফ করলে ফোন আবার নতুন নেটওয়ার্ক খোঁজে যার ফলে ফোনের নেটওয়ার্কের স্পিড অনেক বেড়ে যায়।

৪) সিমকার্ড পরিষ্কার রাখা: কখনো কখনো সিম কার্ডের পোর্টে ধুলো জমে গেলে ভালো কানেক্টিভিটি পাওয়া যায় না। তাই নিয়মিত পাতলা কাপড় দিয়ে সিমকার্ড পরিষ্কার করে নেওয়া উচিত।

৫) সফটওয়্যার আপডেট: প্রতিদিন সফটওয়্যার আপডেট করলেও ফোনের ইন্টারনেটের গতি বৃদ্ধি পাবে। গুগল প্রতিনিয়ত তাদের যে প্রোডাক্টগুলো আপডেট করে নতুন ভার্সন নিয়ে আসে সেক্ষেত্রে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে নেটওয়ার্ক স্পিডের দিকে। তাই ফোনে যদি নতুন কোন আপডেট আসে তবে ফোনটি অবশ্যই আপডেট করে নিতে হবে।

৬) ফোনের কিছু জায়গা খালি রাখা: ডেটা স্টোর করা বা কাজ করার জন্য ফোনের মেমোরিতে কিছু স্পেসের প্রয়োজন হয়। যখন এই স্পেসটা পাওয়া যায় না, তখনই ফোনটি স্লো হয়ে যায়।ফোনের Cached data ক্লিয়ার করলে ফোন অনেক দ্রুত কাজ করবে।

৭) ফোনের নেটওয়ার্ক সেটিং রিসেট:
ফোনের নেটওয়ার্ক যদি ঠিক মতো কাজ না করে,তবে অবশ্যই ফোনের Network setting চেক করে রিসেট করে নিতে হবে।

Scroll to Top