মাধ্যমিকের ফলাফল কিভাবে জানতে পারবেন দেখে নিন।

আজ মাধ্যমিকের রেজাল্ট। আর কিছুক্ষণ পরেই জানা যাবে এই পরীক্ষাটির ফলাফল। আপনি বাড়িতে বসে আপনার ফোনের মাধ্যমেই দেখতে পারবেন এই রেজাল্ট। কিভাবে তা বিস্তারে জেনে নিন।

আজ সকাল ১০টার সময়ে এক সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। ফলঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এইবছরে মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা ৭ লক্ষ।

দুপুর ১২টা থেকে বাড়িতে বসেই ফোনের মাধ্যমে ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
যে সব ওয়েবসাইট থেকে ফল জানা যাবে সেগুলি হল: www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
এছাড়াও এগজামইটিসি, ফাস্টাররেজাল্ট-এর মতো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফল জানা যাবে। বিভিন্ন নিউজ পোর্টাল মারফতও ফল দেখা যাবে।

কী ভাবে ফল জানা সম্ভব হবে?
i) প্রথমে পর্ষদের ওয়েবসাইট

www.wbbse.wb.gov.in

http://wbresults.nic.in বা -এ যেতে হবে।


ii) সেখানে গিয়ে রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
iii) এর পর একটি নতুন পেজ খুলবে। সেখানে নিজেদের রোল নম্বর-সহ বাকি প্রয়োজনীয় তথ্য দিলেই ফল দেখা যাবে।

ফলাফল দেখার পরে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিতেও পারবে পরীক্ষার্থীরা।

চলতি বছরের ২৩শে ফেব্রুয়ারি শুরু হয়েছিলো মাধ্যমিক পরীক্ষা এবং চলেছিল ৪ঠা মার্চ অবধি। চার মাসের ব্যবধানে ফল ঘোষণা করতে চলেছে পর্ষদ।

Scroll to Top