রাজ্যে হঠাৎ বৃষ্টির আভাস! আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরেও। জানুন বিস্তারিত।

শীতের মাঝেই হঠাৎ হতে পারে বৃষ্টির আবির্ভাব। জানুয়ারি মাসের মাঝেই ঘূর্ণাবর্তের (Whirlwind) জেরে আবহাওয়ায় এলো বড় পরিবর্তন। ঘন কুয়াশার পাশাপাশি এবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কদিন রাজ্যের পাঁচ জেলায় বিকেল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা (Western Storm) আসছে ইতিমধ্যে ইরান ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার রাতে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে। এর প্রভাব থাকবে ২৬ শে জানুয়ারি পর্যন্ত।
দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) এর পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এদিকে, কলকাতায় এখন সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, পরের দিকে অর্থাৎ বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সাথে শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে কিন্তু সকালে ও সন্ধ্যের সময় শীতের আমেজ থাকবে।
উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার (Fog) সম্ভাবনাও রয়েছে। আর উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।


হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে কিন্তু জীবনধারণে সমস্যা তৈরি করতে পারে। শেষবেলায় জমিয়ে খেলছে শীত তার সর্বশক্তি নিয়ে। এমনকি এর মধ্যেই বেশ কিছু রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। যার মধ্যে রয়েছে পাঞ্জাবের গুরুদাসপুর, ফিরোজপুর, জলন্ধর, মুক্তেশ্বর, হোসিয়ারপুর ও ভাটিন্ডা! এছাড়াও ফাজিলকা, লুধিয়ানার ফতেগড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা।


আপাতত ভীষণ ঠান্ডা পরতে চলেছে তাই হঠাৎ খুব সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।

Scroll to Top