জীবনে নেতিবাচকতাকে স্থান দেন না ‘বেবো’, জানালেন একটি সাক্ষাৎকারে

সাল ২০০৭, এক প্রাণোচ্ছল পাঞ্জাবি তন্বীর প্রেমে পড়েছিলেন ভারতবাসী। বলা বাহুল্য, সে প্রেম এখনও জীবন্ত। মেয়েটির নাম গীত, পাঞ্জাবি এই তনয়ার উচ্ছ্বলতা হৃদয় জিতেছিল সকলের। জীবনের প্রতি বিমুখ, নিরাসক্ত আদিত্যর জীবনেও ঝলমলে হয়ে উঠেছিল গীতের উপস্থিতি। আর এই সমস্তটা নিয়ে আবর্তিত হয় ‘জব উই মেট’ ছবিটি। গীতের চরিত্রে অভিনয় করেন করিনা কাপুর খান। সম্প্রতি তাঁর এক ভাইরাল সাক্ষাৎকারে শোনা গেল, গীতের মতই জীবনে নেতিবাচকতাকে প্রাধান্য দেন না ‘হিরোইন’! সবসময় ইতিবাচক থাকাই তাঁর জীবনে চলার মন্ত্র।

Karina Kapoor

সাক্ষাৎকারে করিনা বলেছেন, মানুষের জীবন একশো শতাংশই ঠিক নয়, তবুও সবসময় ইতিবাচকতাকেই জীবনের দোসর হিসেবে রাখতে হয়। যাঁরা নেতিবাচকতাকে আঁকড়ে থাকেন, তাঁদের স্থান নেই ‘বেবো’র জীবনে। তাঁর আপাতত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’ বলিউডে ব্যবসা করতে পারেনি। তারপর থেকেই ছবির কলাকুশলীদের অনেক সমালোচনা, কটূক্তির মুখোমুখি হতে হয়। বলা বাহুল্য, এইসব কিছু করিনাকে প্রভাবিত করে না। কারণ তিনি জানেন, জীবনটা খুব স্বল্প পরিসর। তাই বাঁচতে হলে, সকল নেতিবাচকতাকে ত্যাগ করে, ইতিবাচক ভাবে হাসিখুশি থেকে বাঁচতে হবে, সমস্ত ভালোর উদযাপন করতে হবে।

Karina Kapoor

এই মহূর্তে নবাব-পত্নী লন্ডনে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত। বলা বাহুল্য এই ছবিতে অভিনয়ের সঙ্গে তাঁর একটি নতুন পদে হাতে খড়ি হয়েছে। তাঁর প্রতিভার মুকুটে জুড়েছে প্রযোজকের পালক। হণসল মেহেতার আসন্ন ছবিতে তিনি একতা কাপুরের সঙ্গে প্রযোজনায় হাত মিলিয়েছেন।

Scroll to Top