সারি সারি চা বাগান, তার মাঝেই উত্তরবঙ্গের এক খন্ড ছোট্ট জনবসতি। পাহাড়ি এই গ্রামে থাকেন এক দম্পতি। পাহাড়ের চড়াই উৎরাইয়ের মত তাঁদের জীবনেও মসৃণতার অভাব। একের পর এক রহস্য নিয়ে কেন্দ্রীভূত হয় তাঁদের জীবন। এমনই এক ঘটনা রুপোলি পর্দায় অঙ্কন করেছেন কৌশিক গাঙ্গুলী। ছবির নাম, ‘কাবেরী অন্তর্ধান’। দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন ‘মিস্টার ইন্ড্রাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।

শ্রাবন্তীর বাংলা সিনেমায় অভিষেক হয়, ১৯৯৭ সালে, ‘মায়ার বাঁধন’ ছবিতে। মজার ব্যাপার, তিনি প্রসেনজিৎ চ্যাটার্জীর মেয়ের ভূমিকায় অভিনয় করেন। পঁচিশ বছর পর তাঁরা পর্দায় ধরা দেবেন স্বামী স্ত্রীয়ের ভূমিকায়।

১৯৭৫ সালের এক জরুরি অবস্থাই হল ছবির মূল উপজীব্য। এই ছবির নাম শুনেই অনুমান করা যাচ্ছে, ছবিটিতে রহস্য থাকবে প্রতি মুহূর্তে। রহস্য থাকলেও, আছে প্রেম। তাই এটি একটি ‘রোমান্টিক থ্রিলার’ও বটে। সম্পর্কের নানা প্রতিকূলতার সঙ্গে সেই সময়কার তৎকালীন অশান্ত পরিস্থিতির সাক্ষ্য হিসেবেও প্রতিষ্ঠিত হতে চলেছে এই ছবি। বলা যায়, এটি হয়ে উঠবে সত্তরের দশকের সময়ের দলিল। এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী এই ছবির চরিত্রদের নিয়ে তাঁর বক্তব্য প্রকাশ করেন। ছবির পোস্টার প্রকাশের পর অনেকেই ভেবেছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জীর চরিত্রটি নেতিবাচক। কিন্তু পরিচালক জানান, ছবিটিতে নির্দিষ্ট ভাবে কাউকে খলনায়ক, নায়ক বা নায়িকার আখ্যা দেওয়া যায় না। আপাত দৃষ্টিতে চরিত্রদের একে অপরের স্বভাবের ভিন্নতা প্রকাশ পেতেই পারে, ভালো খারাপের মত আপেক্ষিক ভেদাভেদও লক্ষ্য করতে পারেন দর্শক, কিন্তু সবকিছুকে ছাপিয়ে সকলের মধ্যে একটি মিলই প্রকট হয়ে উঠবে। সেটি হল, মানুষ হয়ে ওঠা। প্রত্যেকটি চরিত্রই একজন মানুষ হয়ে ওঠার গল্প বলবে। প্রত্যেক চরিত্রই এখানে সমান ভাবে গুরুত্বপূর্ন।

সময়ের দলিল হলেও, এটি সেই অর্থে রাজনৈতিক নয়।
ছবির ঘোষণা করা হয়েছিল ২০২০ সালে। অতিমারি পরিস্থিতির জন্য ছবির কাজ অসম্পূর্ণ থেকে যায়। ছবিতে অতি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করবেন পরিচালক। এছাড়া শ্রাবন্তীর বৌদির ভূমিকায় দেখা যাবে চূর্ণী গাঙ্গুলীকে। শ্রাবন্তীর দাদার ভূমিকায় থাকবেন কৌশিক সেন। উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলে বেশ কিছু দৃশ্য সাজিয়েছেন পরিচালক। বন্য পরিবেশে ছবির রহস্যকে আরও ত্বরান্বিত হয়ে উঠেছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পাবে ২০২৩ সালের, ২০ জানুয়ারি।
