আগামী টেট পরীক্ষার্থীদের জন্য বড়ো ঘোষণা পর্ষদের।


আগামী ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকের টেট (Tet) পরীক্ষা। এবারের পরীক্ষায় স্বচ্ছতা রাখতে মরিয়া পর্ষদ। ধাপে ধাপে বদলেছে টেটের সিলেবাস (Syllabus) ও কড়াকড়ি এসেছে গাইডলাইনে (Guidelines)। স্বচ্ছতা রাখতে এবার আরো সংযোজন আনছে পর্ষদ। কী সেই সংযোজন? আসুন জেনে নেওয়া যাক।


এবার থেকে রেজাল্টের সাথে ওএমআর শিট (OMR Sheet) হাতে পাবেন পরীক্ষার্থীরা। কোন প্রশ্নে কত নম্বর পেয়েছেন, ওএমআর শিটে (OMR Sheet) সেটিরও উল্লেখ থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ফাঁকা ওএমআর শিট (OMR Sheet) জমা দিয়েও চাকরি পাবার মতো দুর্নীতির কথা উঠে এসেছে অথবা উঠেছে নম্বর বেশি পাইয়ে পাশ করানোর অভিযোগ! আবার ওএমআর শিট (OMR Sheet) নষ্ট করারও অভিযোগ উঠেছে পর্ষদের বিরুদ্ধে। এইসব অভিযোগের মোকাবিলা করতেই এবার পরীক্ষার্থীদের হাতে রেজাল্টের সাথেই ওএমআর শিট (OMR Sheet) তুলে দেবে পর্ষদ। এর মাধ্যমে নিজেদের নম্বর ভালোমতো বুঝতে পারবেন পরীক্ষার্থীরা।
ইতিমধ্যেই ১১ হাজার পদের জন্য প্রায় ৭ লাখ আবেদন জমা পড়েছে যা টেটের ইতিহাসে রেকর্ড! গতবারের থেকে প্রায় ৩ লক্ষ বেশি অনুদান (Application) জমা পরেছে।


উল্লেখ্য, এসএসসিতে (SSC) ফরেন্সিক রিপোর্ট (Forensic Report) পেশ করে সিবিআই (CBI) ভীষণরকম দুর্নীতির বার্তা দিয়েছিলো। কারো নম্বর বাড়ানো এবং কারো নম্বর কমানো হয়েছিলো এমনটাই তাঁদের দাবি ছিলো। আশা করা যাচ্ছে যে এবার থেকে নিয়োগ এবং নম্বর-দুই ক্ষেত্রেই স্বচ্ছতা বজায় থাকবে। দুর্নীতির কালো ছায়া সরে যাবে ও যোগ্য প্রার্থী সফলতার মুখ দেখবে।

Scroll to Top